জেলা আদালতে অষ্টম/ দশম পাশে গ্রুপ -সি, ডি কর্মী নিয়োগ, বেতন 22,700/- | District Judge Office Job 2024

পশ্চিমবঙ্গে জেলা আদালত অফিসে জারি হয়েছে কর্মী নিয়োগ (District Judge Office Job 2024) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন ধরনের গ্রুপ বি, সি ও ডি লেভেলের পদে নেওয়া হবে কর্মী। যেসকল চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে ন্যূনতম যোগ্যতায় ভালো চাকরির খোঁজ করছেন তারা অনায়াসেই আবেদন জানাতে পারবেন এখানে।

District Judge Office Job 2024

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে ডিস্ট্রিক্ট জাজ তথা জেলা আদালত অফিসে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম: এখানে বেশ কয়েক ধরনের গ্রুপ B, C ও D লেভেলের পদে নেওয়া হবে কর্মী। যথা,

1. স্টেনোগ্রাফার – গ্রুপ B লেভেল 

2. লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) – গ্রুপ C লেভেল 

3. প্রসেস সার্ভার – গ্রুপ C লেভেল 

4. অর্ডার্লি/ অফিস পিওন – গ্রুপ D লেভেল

5. নাইট গার্ড – গ্রুপ D লেভেল

6. সুইপার – গ্রুপ D লেভেল

শিক্ষাগত যোগ্যতা: স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। অন্যদিকে বাকি অন্যান্য পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাশ করে থাকলেই চলবে।

প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন: স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে মাসিক বেতন 32,100/- টাকা, লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে বেতন 22,700/- টাকা, প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে বেতন 21,000/- টাকা এবং বাকি অন্যান্য পদের ক্ষেত্রে বেতন 17,000/- টাকা থেকে শুরু হচ্ছে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা।

1. অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।

2. এক্ষেত্রে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল, নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিন।

3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এক এক করে আপলোড করতে হবে।

4. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

আবেদনের সময়সীমা: আগামী 17/05/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে যাবতীয় লিংক দেওয়া হয়েছে।

Important Links
Official NotificationClick Here 
Official Website/ Apply OnlineClick Here 

Leave a comment