আপনি কি সরকারি চাকরির খোঁজ করছেন এবং শিক্ষকতা করতে পছন্দ করেন? তবে আপনার জন্য রয়েছে এক দুর্দান্ত চাকরির খবর। পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শিক্ষক পদে সরাসরি নিয়োগ। এখানে আবেদন করেত আপনার লাগবে না কোনো রকম D.El.Ed কিংবা B.Ed প্রশিক্ষণ। এবং SSC কিংবা TET এর মতো কোনো রকম জটিল পরীক্ষার মাধ্যমে হবে না এই নিয়োগ। শুধুমাত্র Walk-In-Interview এর মাধ্যম শিক্ষক পদে নিয়োগ করা হবে। আপনি যদি এই শিক্ষকতার চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তবে নিয়োগের জন্য আবেদন করতে পড়েন। নিচে বিস্তারিত দেওয়া হলো-
পদের নাম
মূলত এই চাকরিতে বিভন্ন বিষয়ের ওপর শিক্ষক (Teacher) নিয়োগ করা হবে।
বিষয় (Subject)
প্রধানত যেসব বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে তা নিচে দেওয়া হলো-
- বাংলা (Bengali)
- ইংরেজি (English)
- অঙ্ক (Mathematics)
- জীবন বিজ্ঞান (Life Science)
শিক্ষাগত যোগ্যতা
- যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে উক্ত বিষয়ের যেকোনো একটি বিষয়ে Honors নিয়ে স্নাতক তথা Graduation পাস করা থাকতে হবে।
- যদি উক্ত বিষয়ে স্নাতকোত্তর তথা Post Graduation করা থাকে তবে আবেদনকারীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
- সঙ্গে আবেদনকারীকে 2 বছরের B.ED ডিগ্রি করা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা ও সুবিধা
- শিক্ষক পদে নিয়োগ পাওয়ার পর শিক্ষক-শিক্ষিকাদের কাজ থেকে প্রত্যাশা করা হবে তারা যাতে ইংরেজি মাধ্যমে পড়াতে পারে।
- ইংরেজি মাধ্যমে যারা পড়াবেন এবং যেসব প্রার্থীরা ইংরেজি মাধ্যম স্কুল থেকে তাদের শিক্ষা সম্পন্ন করেছেন, তাদের বিশেষ প্রেফারেন্স দেওয়া হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স হতে হবে 65 বছরের নিম্নে।
আরও পড়ুন:
নিয়োগ প্রক্রিয়া
কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া
একদম ইন্টারভিউয়ের দিন আবেদনকারীকে নিজের আবেদনপত্র ভালো করে লিখে নিয়ে এবং সঙ্গে যাবতীয় নানান ডকুমেন্ট সহকারে ইন্টারভিউ কেন্দ্রে চলে আসতে হবে।
যাবতীয় ডকুমেন্ট
ইন্টারভিউয়ের দিন আবেদনকারীকে নিজের যাবতীয় যেসব ডকুমেন্ট আনতে হবে তার বিবরণ নিচে দেওয়া হলো।
- নিজের Bio-Data
- নিজের সব শিইখ্যাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
- বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের Admit Card
- ভোটার এবং আঁধার কার্ড
- নিজের 2 কপি রঙিন পাসপোর্ট ফটো
বি.দ্র.: ওপরের প্রতিটি ডকুমেন্ট বের আসল কপি সঙ্গে সেলফ এটাস্টেড করা 2 কপি করে জেরক্স নিয়ে আসতে হবে।
ইন্টারভিউয়ের দিনক্ষণ
আগামী 01/02/2022 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে। সকাল 11 টার মধ্যে সবাইকে ইন্টারভিউ কেন্দ্রে এসে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের স্থান
Office of District Magistrate, Nadia Krishnagar, Nadia
Official Notification: Click Here
Official Website: nadia.gov.in
For More WB Govt Job: Click Here