Central Railway Recruitment 2021 | কেন্দ্রীয় রেল বিভাগে Group-C পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আপনিও করতে পারেন আবেদন

চাকরি প্রার্থীদের রয়েছে বিশেষ সুখবর। দেশের কেন্দ্রীয় রেল বিভাগের পক্ষ থেকে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। শুধু মাত্র মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় পুরুষ-মহিলা সবাই করতে পারবে আবেদন। মূলত গ্রুপ-সি পদে করা হবে প্রার্থী নিয়োগ। বিস্তারিত দেখুন, নিচে দেওয়া হলো-

নিয়োগকারী সংস্থাঃ প্রধানত কেন্দ্রীয় রেল বিভাগের পক্ষ থেকে করা হবে এই নিয়োগ। (CENTRAL RAILWAY RECRUITMENT) 

পদের নামঃ প্রধান 2 প্রকার পদে করা হবে কর্মী নিয়োগ-
  1. SCOUTS AND GUIDES (LEVEL-1)
  2. SCOUTS AND GUIDES (LEVEL-2)
শূন্যপদের সংখ্যাঃ 2 প্রকার পদ থেকে মোট 12 জন কর্মী নিয়োগ করা হবে-
  1. LEVEL-1 (10)
  2. LEVEL-2 (02)
শিক্ষাগত যোগ্যতাঃ পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ-

SCOUTS AND GUIDES (LEVEL-1)
  • আবেদনকারীকে কোনো এক স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। এবং সঙ্গে ITI পাস হতে হবে।
  • অথবা, মাধ্যমিক পাস করার পাশাপাশি NATIONAL APPRENTICESHIP CERTIFICATE (NAC) থাকতে হবে।

SCOUTS AND GUIDES (LEVEL-2)
  • 50% নম্বর নিয়ে যেকোনো এক স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস।
  • অথবা, উচ্চমাধমিক পাস করার পাশাপাশি ITI পাস হতে হবে।
বয়সঃ দুটি পদের জন্যই বয়সসীমা এক রকম-
  • বয়স হতে হবে 18-33 বছরের মধ্যে।
  • SC/ST দের জন্য বয়সে 5 বছরের ছাড় এবং OBC দের জন্য 3 বছরের। 
আবেদন ফিঃ 500 টাকা এবং SC/ST/PWD দের জন্য 250 টাকা। 

আবেদন  প্রক্রিয়াঃ অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। 

আবেদনের সময়সীমাঃ আবেদন চলবে আগামী 20/12/2021 তারিখ পর্যন্ত। 



OFFICIAL NOTIFICATION: CLICK HERE

OFFICIAL WEBSITE: VISIT HERE

Leave a comment