Bandhan Bank Recruitment 2022 | 8000 শূন্যপদে রাজ্যের প্রতিটি জেলায় বন্ধন ব্যাংকে বিভিন্ন Group- C পদে নিয়োগ

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি ভালো নিয়োগের খবর। রাজ্য তথা দেশের অন্যতম এক সেরা ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) এর পক্ষ থেকে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের প্রতিটি জেলা থেকে কর্মী নিয়োগ করা হবে। বর্তমানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় গড়ে উঠেছে বন্ধন ব্যাংক এবং সেই প্রতিটি ব্যাংকে অঢেল শূন্যপদে বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২ (Bandhan Bank Recruitment 2022) এর মাধ্যমে প্রচুর গ্রুপ-সি (Group-C) ও উচ্চপদস্থ কর্মী নিয়োগ করা হবে। আপনি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলেই এখানে Bandhan Bank Job এ আবেদন করতে পারবেন। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হলো। 

Bandhan Bank Recruitment 2022

শূন্যপদ:

বিভিন্ন গ্রুপ-সি (Group-C) পদ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মী মিলিয়ে পশ্চিমবঙ্গের বন্ধন ব্যাঙ্ক নিয়োগ (Bandhan Bank Recruitment 2022 in West Bengal) এ প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে। যেহেতু রাজ্যের 23 টি জেলায় কর্মী নিয়োগ হবে, তাই সব মিলিয়ে 8000 এর বেশি শূন্যপদে বন্ধন ব্যাঙ্ক কর্মী নিয়োগ করা হতে চলেছে।

পদের নাম:

নানান ধরণের গ্রুপ-সি (Group-C) পদ এবং অন্যান্য উচ্চপদস্থ পদে কর্মী নিয়োগ করা হবে। এক কথায় Bandhan Bank এর প্রতিটি ক্ষেত্র থেকে কম বেশি কর্মী নিয়োগ করা হবে এই নিয়োগের মধ্য দিয়ে। যেমন- 
1. Associate

2. Back Office Medical Assistant

3. Computer Operator

4. Accountant/Cashier

5. Banking Operations & Customer Services

6. Branch Banking Staff

7. Micro Banking Staff

8. Marketing Officer

9. Indoor Staff

10. Outdoor Staff

11. SME & MSME Staff

12. Finance & Account Staff

কী কী কাজ করতে হবে কর্মীদের (Duties of Bandhan Bank Staff):

মূলত যারা ব্যাঙ্ক এর মধ্যে কাজ করবেন অর্থাৎ যারা Indoor কর্মী তাদের ব্যাঙ্ক সম্পর্কীয় নানান হিসাবের কাজ, টেকনিক্যাল কাজ, Customer এর সুবিধা-অসুবিধা দেখা শোনা ইত্যাদি কাজ করতে হবে।অন্যদিকে যারা ব্যাঙ্ক এর বাইরে ফিল্ড এ কাজ করবেন অর্থাৎ যারা Outdoor কর্মী তাদের প্রধান কাজ লোন করিয়ে দেওয়া এবং কিস্তি ওঠানো। 

শিক্ষাগত যোগ্যতা (Bandhan Bank jobs educational qualification):

আপনি যদি বন্ধন ব্যাঙ্ক এর চাকরি (Bandhan Bank Job) এ আবেদন করতে চান তবে আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে যেকোনো এক স্বীকৃত স্কুল বোর্ড থেকে। এছাড়াও উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাস করা প্রার্থীরা সমানভাবে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Bandhan Bank jobs age limit):

বন্ধন ব্যাঙ্ক এর নিয়োগ (Bandhan Bank Recruitment 2022) এ অংশগ্রহন করতে চাইলে আপনার ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং এখানে সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য সমানভাবে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া (how to apply for Bandhan Bank job):

বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) এর অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে  নিয়োগের  নির্দিষ্ট লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন ফর্ম টি ফিলাপ করুন। কিংবা আপনি যদি অফলাইনের মাধ্যমে আবেদন করতে চান তবে একটি CV বানিয়ে সঙ্গে যাবতীয় ডকুমেন্ট খামে ভরে আপনার স্থানীয় Bandhan Bank এ দিয়ে আসতে হবে।

নিয়োগ প্রক্রিয়া (Bandhan Bank Job Selection Process):

কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না নিয়োগের ক্ষেত্রে। আপনার জমা করা ডকুমেন্ট এর ওপর ভিত্তি করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যাচাই করে এবং Personality Test এর মধ্য দিয়ে প্রার্থী বাছাই করে নিয়োগ প্রদান করা হবে।
বন্ধন ব্যাঙ্ক নিয়োগ (Bandhan Bank Recruitment 2022) এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট ভিসিট করতে পারেন।










চাকরি ও নিয়োগ সম্পর্কিত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।

Leave a comment