Bandhan Bank Recruitment 2022 | 13000 শূন্যপদে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি জারি। রাজ্যের প্রতিটি জেলায় এবার আলাদা করে বন্ধন ব্যাংক নিয়োগ (Bandhan Bank Recruitment 2022) এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা কিংবা প্রান্ত থেকে সরাসরি বন্ধন ব্যাংকে চাকরি (Bandhan Bank Job 2022) এর জন্য আবেদন করতে হবে। রাজ্যের পুরুষ কিংবা মহিলা সবাই এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। Bandhan Bank এর বিভিন্ন বিভাগে নানান পদে অসংখ্য কর্মী নেওয়া হচ্ছে। আপনি এখানে আবেদন করতে চাইলে নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো দেখে নিতে পারেন।

Bandhan Bank Recruitment 2022

পদের নাম (Bandhan Bank Posts Name): 

বন্ধন ব্যাংক (Bandhan Bank) এর পক্ষ থেকে বিভিন্ন প্রকার পদে কর্মী নিয়োগ করা হবে। যেমন –
1. Data Entry Operator (DEO)
2. Clerk
3. Back Office Executive
4. Maintenance Officer
5. Outdoor Staff
6. Indoor Staff
7. Accountant আরও বেশ কয়েকটি পদ রয়েছে

শূন্যপদ (Bandhan Bank Job Vacancy):

রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় সর্বমোট 13000 শূন্যপদে বন্ধন ব্যাংক কর্মী নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান (Bandhan Bank Job Location):

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্ধন ব্যাংক (Bandhan Bank) এর তরফ থেকে কর্মী নেওয়া হচ্ছে – 
1. দার্জিলিং

2. আলিপুরদুয়ার

3. কালিম্পং 

4. জলপাইগুড়ি

5. উত্তর দিনাজপুর 

6. দক্ষিণ দিনাজপুর 

7. পুরুলিয়া

8. নদীয়া

9. মুর্শিদাবাদ

10. মেদিনীপুর

11. বর্ধমান

12. ঝাড়গ্রাম 

13. বীরভূম

14. বাঁকুড়া

15. কুচবিহার

16. হাওড়া

17. হুগলি

18. মালদা

19. কলকাতা

20. উত্তর 24 পরগনা

21. দক্ষিণ 24 পরগনা

আবেদন পদ্ধতি (Bandhan Bank Online Apply Process):

সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করার মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে একটি Bio Data বানিয়ে নিতে হবে। সঙ্গে নিজের হাতে একটি আবেদনপত্র (Application Form) বানাতে হবে নিজের যাবতীয় নানান তথ্য দিয়ে। তারপর নিজের যাবতীয় নানান শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট এবং আঁধার কার্ড কিংবা ভোটার কার্ড ইত্যাদি নানান ডকুমেন্ট সহকারে সেগুলি বাই পোস্টের মাধ্যমে বা নিজস্ব স্থানীয় বন্ধন ব্যাংক এ জমা করতে পারবেন। এছাড়াও ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া (Bandhan Bank Selection Process):

প্রথমে প্রার্থীদের জমা করা আবেদনপত্র গুলি থেকে তাদের শিক্ষাগত যোগ্যতা যাচাই করার পর তাদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। সেখানে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর পর তাদের ইন্টারভিউয়ের মাধ্যমে কয়েকটি প্রশ্ন করে যাচাই করে নেওয়া হবে। এরপর সেখান থেকে প্রার্থী বাছাই করে তাদের নিয়ে একটি মেধা তালিকা তথা Merit list প্রস্তুত করে তাদের আলাদা করে নিয়োগপত্র প্রদান করা হবে।

বেতনক্রম (Bandhan Bank Monthly Salary):

মাসে উচ্চ বেতন প্রদান করা হবে বন্ধন ব্যাংক কর্মীদের। তাদের প্রতি মাসে 25000 থেকে 28500 টাকা বেতন এবং সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়।

শিক্ষাগত যোগ্যতা (Bandhan Bank Educational Qualification):

এই Bandhan Bank এর চাকরিতে আবেদন করতে গেলে আপনাকে ন্যুনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে। এবং সঙ্গে Graduation তথা স্নাতক পাস করা প্রার্থীরা আরও অন্যান্য পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Bandhan Bank Job Age Limit):

বন্ধন ব্যাংক এর চাকরিতে আবেদন করতে গেলে আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর এবং এখানে সর্বোচ্চ 29 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত খুঁটিনাটি জানতে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

Bandhan Bank Official Website: 👇👇👇



More WB Govt Job News: CLICK HERE


প্রতিনিয়ত চাকরির খবরাখবর ও নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন। 👇👇👇

Leave a comment