এয়ার ইন্ডিয়ায় সুপারভাইজার সহ অন্যান্য নিয়োগ, বেতন 40,000/- টাকা | Air India Recruitment 2023-2024

এয়ার ইন্ডিয়ায় জারি হলো নিয়োগ (Air India Recruitment 2023-2024) এর বিজ্ঞপ্তি। অনেকেই রয়েছেন যারা এয়ারপোর্ট তথা এয়ার ইন্ডিয়ার মতো মর্যাদাপূর্ণ স্থানে চাকরি করতে চান। তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। সেক্ষেত্রে কয়েক ধরনের পদে অসংখ্য শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী, সঙ্গে থাকছে মাসিক সুউচ্চ বেতন। বিস্তারিত বিবরণ জেনে নিতে সঙ্গে থাকবেন।

Air India Recruitment 2023-2024

নিয়োগকারী সংস্থা: এয়ার ইন্ডিয়ার তরফে তথা Air India Engineering Services Limited অর্থাৎ AIESL এর পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে।

পদের নাম: প্রধান দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে এয়ার ইন্ডিয়ার এই নিয়োগের মধ্য দিয়ে। যথা,

1. অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার

2. গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার (ট্রেনি)

মোট শূন্যপদ: একই সঙ্গে মোট 283 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পদ অনুযায়ী শূন্যপদের বিবরণ হলো –

1. অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার – 209 টি

2. গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার (ট্রেনি) – 74 টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাশ। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।

প্রার্থীর বয়সসীমা: অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। এবং গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার (ট্রেনি) পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 28 বছর।

মাসিক বেতন: অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদের ক্ষেত্রে মাসিক বেতন 27,000/- টাকা এবং গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার (ট্রেনি) পদের ক্ষেত্রে মাসিক বেতন 40,000 – 79,000/- টাকা।

আবেদন পদ্ধতি: অফলাইন এবং অনলাইন এই দুই মাধ্যমেই আবেদন জানাতে পারবেন।

1. নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংকে নিয়োগের আবেদনপত্র পেয়ে যাবেন সেটি সংগ্রহ করুন।

2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট ভালো করে পূরণ করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

3. তারপর অনলাইন গুগল ফর্মে নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদন করুন আরো একবার।

4. এক্ষেত্রে আবেদনের সময় নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।

আবেদনের সময়সীমা: আগামী 15/01/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে যাবতীয় লিংক দেওয়া হয়েছে।

Important Links
Posts NameOfficial Notification/ Application FormatGoogle Form Link
অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারClick HereClick Here
গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার (ট্রেনি)Click HereClick Here
Official WebsiteClick Here

Leave a comment