এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট বিভাগে জারি হয়েছে কর্মী নিয়োগ (AIASL Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। এয়ারপোর্ট এর মতো একটি মর্যাদাপূর্ণ ক্ষেত্রে অনেকেই চাকরি করতে চান। সেক্ষেত্রে এয়ার ইন্ডিয়ায় আপনারা যদি কাজ তথা চাকরি করতে চান তবে এটি আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে এখানে। বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড ( Air India Airport Services Limited) তথা AIASL এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।
পদের নাম: প্রার্থীদের মূলত প্রধান দু ধরনের পদে কর্মী পদে নিযুক্ত করা হবে। যথা,
1. কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ
2. জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য আবেদন জানাতে পারবেন।
অন্যদিকে, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: দু ধরনের পদেই আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 28 (আঠাশ) বছর। অর্থাৎ, এই বয়সের নিচে প্রাপ্ত বয়স্ক যেকেউ আবেদন যোগ্য।
রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন 23,640/- টাকা। এবং জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন 20,130/- টাকা।
নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই এবং বাছাই করে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদন পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে হবে।
1.নিচে প্রদত্ত লিংক থেকে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করে নিন।
2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলুন।
3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন এবং একটি সিগনেচার করুন ফর্মে।
4. সবার শেষে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা একেবারে ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে গিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ: আগামী 18, 20 এবং 22 ডিসেম্বর, 2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, সেখানে আবেদনপত্র এবং ইন্টারভিউয়ের ঠিকানা দেওয়া হয়েছে।
Important Links
Official Notification/ Application Format | Click Here |
Official Website | Click Here |