এসএসসির তরফে আপার ডিভিশন ক্লার্ক তথা UDC নিয়োগ (SSC UDC Recruitment 2023) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন এখানে। সেক্ষেত্রে একজন চাকরি প্রার্থী হয়ে আপনি যদি দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকেন তবে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। বিস্তারিত নিচে তুলে ধরছি, সঙ্গে থাকুন।

SSC UDC Recruitment 2023

নিয়োগকারী সংস্থা: স্টাফ সিলেকশন কমিশন তথা SSC এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম: আপার ডিভিশন ক্লার্ক তথা সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: পদ সম্পর্কিত বিশেষ যোগ্যতা তথা অভিজ্ঞতা থাকা দরকার। সেক্ষেত্রে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন বিস্তারিত জেনে নিতে।

প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 50 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।

মাসিক বেতন: কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 25,500/- টাকা। এই বেতন সর্বোচ্চ 81,100/- টাকা হতে পারে।

আবেদন পদ্ধতি: এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

1. সেক্ষেত্রে সবার প্রথমে নিজের প্রাথমিক কিছু তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।

2. এক্ষেত্রে আধার নম্বর, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্মতারিখ, জেন্ডার, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি তথ্য দেবেন।

3. এবার প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিজের আরো কিছু তথ্য যেমন, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, এক্সাম সেন্টার প্রেফারেন্স ইত্যাদি দেবেন।  

4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এক এক করে আপলোড করুন।

5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

আবেদনের সময়সীমা: আগামী 03/10/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদন এর লিঙ্ক দেওয়া হয়েছে।

Important Links
Official NotificationClick Here 
Official WebsiteClick Here 
Apply OnlineClick Here 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *