8700 শূন্যপদে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ, D.El.Ed ও B.Ed যোগ্যতায় আবেদন | WB Primary Teacher Recruitment 2022

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য রাজ্যে শিক্ষক পদে নিয়োগের একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক (Primary Teacher), PGT, TGT এবং অন্যান্য সহকারী শিক্ষক (Assistant Teacher) শিক্ষক পদে বিপুল সংখ্যায় প্রায় হাজার হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। আপনি যদি পড়াশোনা করে বেকার সমস্যায় ভুগে থাকেন এবং সরকারি চাকরির খোঁজ করছেন, তবে এই নিয়োগের সুখবরটি শুধু আপনার জন্য। আপনি কি শিক্ষকতার চাকরি করতে ইচ্ছুক এবং শিক্ষার্থীদের পড়াতে ভালোবাসেন? তবে এই নিয়োগের জন্য অতি শীঘ্রই আবেদন করতে পারেন। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ করতে পারেন আবেদন। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো- 



wb primary teacher recruitment 2022

নিয়োগকারী সংস্থা 

আর্মি পাবলিক স্কুল / Army Public School (APS) এর পক্ষ থেকে গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে বিপুল সংখ্যায় শিক্ষক নিয়োগ করা হবে।


পদের নাম 

নিম্নলিখিত বিভিন্ন ক্ষেত্র তথা শ্রেণীর ওপর শিক্ষক নিয়োগ করা হবে-
  • Primary Teacher
  • PGT (Post-Graduate Teachers)
  • TGT (Trained Graduate Teacher)
  • Assistant Teacher


শূন্যপদের সংখ্যা 

প্রায় 8700 টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে।


বিভিন্ন বিষয় (Subject) এর ওপর শিক্ষক 

নিম্নলিখিত নানান বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে- 
  1. ইংরেজি 
  2. হিন্দি 
  3. সংস্কৃত 
  4. ইতিহাস 
  5. ভূগোল 
  6. ইকোনোমিক্স 
  7. রাষ্ট্রবিজ্ঞান 
  8. অঙ্ক 
  9. পদার্থবিদ্যা 
  10. রসায়নবিদ্যা 
  11. জীববিদ্যা 
  12. বায়োটেকনোলজি 
  13. মনোবিজ্ঞান 
  14. কমার্স 
  15. কম্পিউটার সাইন্স 
  16. গৃহ বিজ্ঞান 
  17. শরীর শিক্ষা 


শিক্ষাগত যোগ্যতা 

  • PGT: যে বিষয়ে আবেদন করছেন সে বিষয়ে Post-Graduate হতে হবে 50% নম্বর নিয়ে এবং সঙ্গে B.Ed করা থাকতে হবে।
  • TGT: আবেদনের বিষয়ে 50% নম্বর পেয়ে Graduation করার পাশাপাশি B.Ed করতে হবে। 
  • Primary Teacher: 50% নম্বর নিয়ে Graduation করার পাশাপাশি B.Ed কিংবা D.El.Ed করতে হবে।


আবেদনকারীর বয়স 

নতুন আবেদনকারীদের জন্য বয়সের উর্দ্ধসীমা হলো 40 বছর এবং অভিজ্ঞদের বয়স 57 বছরের নিচে হলেই তারা আবেদনের যোগ্য। 


আবেদন প্রক্রিয়া 

এই শিক্ষক পদে আবেদন করেত হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে। আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিজের যাবতীয় তথ্য দিয়ে এবং ডকুমেন্ট আপলোড করে করতে হবে আবেদন। 









আবেদন ফি 

সবার ক্ষেত্রে আবেদন ফি 385 টাকা। আপনারা অনলাইনের মাধ্যমে Debit/Credit  কার্ড কিংবা Net Banking এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। 


নিয়োগ প্রক্রিয়া 

নিম্নলিখিত বিভিন্ন ধাপের মধ্য দিয়ে প্রার্থী বাছাই করা হবে- 
  • Screening Exam
  • Interview
  • Computer Test

আবেদনের সময়সীমা 

আগামী 28/01/2022 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 





Official Notification: Click Here


Official Website: Click Here


Apply Online: Click Here


এরকম আরো চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন: Click Here to Join Telegram Channel 





Leave a comment