7,000 শূন্যপদে রাজ্যজুড়ে শিক্ষক, লাইব্রেরিয়ান, গ্রুপ সি কর্মী নিয়োগ, যেকেউ আবেদনযোগ্য | Govt Job Recruitment 2022

এ যেনো সোনায় সোহাগা! একই সঙ্গে নানান ধরনের পদে অঢেল পরিমাণ শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। শিক্ষক থেকে শুরু করে লাইব্রেরিয়ান কিংবা বিভিন্ন ধরনের গ্রুপ সি পদের চাকরির জন্য আবেদন করতে চাইলে খবরটি শুধু আপনার জন্য। আপনারা যারা দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করার পর ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন এবং বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য এর থেকে ভালো নিয়োগের সুখবর আর কিছুই হতে পারেনা। এখানে 7 হাজারের মতো শূন্যপদে নেওয়া হবে কর্মী। ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ থেকে শুরু করে ওপরের যেকোনো যোগ্যতায় আবেদন করুন। নিচে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে, শীঘ্রই দেখে নিন।

Teacher Recruitment 2022
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন থেকে জারি হয়েছে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক এবং নানান ধরনের নন টিচিং স্টাফ তথা পদে নেওয়া হবে কর্মী। নিচে পদ অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পদের নাম – ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT)
শূন্যপদ সংখ্যা – 3,176 টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ 50% মার্কস সহ। কিংবা চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স।
প্রার্থীর বয়সসীমা: প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা 35 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে মোটামুটি যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: পে লেভেল 7 অনুযায়ী নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 44,900/- টাকা থেকে শুরু হচ্ছে। সর্বোচ্চ 1,42,400/ টাকা অব্দি হতে পারে এই বেতন।
পদের নাম – পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT)
শূন্যপদ সংখ্যা – 1,409 টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে 50% নম্বর সহ মাস্টার্স করে থাকতে হবে। কিংবা দু বছরের ইন্টিগ্রেটেড কোর্স করে থাকলে আবেদন যোগ্য।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: পে লেভেল 8 অনুযায়ী নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 47,600/- টাকা। বেতন সর্বোচ্চ 1,51,100/- টাকা অব্দি হতে পারে।
পদের নাম – লাইব্রেইয়ান 
মোট শূন্যপদ – 355 টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে মূলত লাইব্রেরি সাইন্স এর ওপর। কিংবা উক্ত ক্ষেত্রে ডিপ্লোমা করে থাকতে পারেন।
প্রার্থীর বয়সসীমা: প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা 35 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে মোটামুটি যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: পে লেভেল 7 অনুযায়ী নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 44,900/- টাকা থেকে শুরু হচ্ছে। সর্বোচ্চ 1,42,400/ টাকা অব্দি হতে পারে এই বেতন।
পদের নাম – স্টেনোগ্রাফার গ্রেড – II
মোট শূন্যপদ – 54 টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। 
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 27 বছর। অর্থাৎ এই বয়সের নিচে মোটামুটি যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: পে লেভেল 4 অনুযায়ী নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 25,500/- টাকা। সর্বোচ্চ 81,100/- টাকা হতে পারে বেতন।
পদের নাম – জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ – 702 টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। 
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 27 বছর। অর্থাৎ এই বয়সের নিচে মোটামুটি যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: পে লেভেল 2 অনুযায়ী নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 19,900/- টাকা। সর্বোচ্চ 63,200/- টাকা হতে পারে বেতন।
পদের নাম – সিনিওর সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ – 322 টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই এখানে আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর। অর্থাৎ এই বয়সের নিচে মোটামুটি যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: পে লেভেল 4 অনুযায়ী নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 25,500/- টাকা। সর্বোচ্চ 81,100/- টাকা হতে পারে বেতন।
এছাড়াও আরো বিভিন্ন পদ রয়েছে এবং এসব মিলিয়ে মোটামুটি 6,990 টি শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জেনে নিতে পারবেন।
আবেদন পদ্ধতি: অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। কয়েকটি ধাপে ধাপে করে ফেলুন আবেদন।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
2. সেক্ষেত্রে www.kvssangathan.nic.in এই।ওয়েবসাইট ভিজিট করুন এবং আবেদন করুন।
3. নিজের সক্রিয় ভ্যালিড ইমেল আইডি সঙ্গে মোবাইল নম্বর সঙ্গে রাখবেন আবেদন করার ক্ষেত্রে।
4. যাবতীয় কিছু তথ্য যেমন নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য সঙ্গে রাখবেন।
5. যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার ইত্যাদি স্ক্যান করে আপলোড করবেন।
6. তারপর আবেদন ফি জমা করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. নিজের কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
আবেদনের সময়সীমা: আগামী 26/12/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে সেখানেই নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট তথা অনলাইন আবেদন এর লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


OFFICIAL WEBSITE/ APPLY ONLINE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment