5 ডিসেম্বর, 2021 WB Police SI এর পরীক্ষা, এক নজরে সিলেবাস, শূন্যপদ ও আরও গুরুত্বপূর্ণ তথ্য | WBP SI Exam Date 2021 | WB Police SI Exam | WB Police Recruitment

আজ সুদীর্ঘ দিন পর প্রকাশ পেলো পশ্চিমবঙ্গ পুলিশ সাব-ইন্সপেক্টর এর অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ। ২১ জানুয়ারী, ২০২১ এ প্রকাশ পেয়েছিলো নিয়োগের বিজ্ঞপ্তি। আজ দীর্ঘ ১০ মাস পেরিয়ে গেছে। আজ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী ৫ ডিসেম্বর, ২০২১ এ সংগঠিত হবে WB POLICE SI এর পরীক্ষা এবং আগামী ২৬ নভেম্বর, ২০২১ থেকে প্রদান করা হবে অ্যাডমিট কার্ড। আরও আরেকবার নতুন করে দেখে নেওয়া যাক নিয়োগের খুঁটিনাটি।


নিয়োগ বিজ্ঞপ্তি প্রাকশঃ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিলো আজ থেকে ১০ মাস আগে তথা ২১ জানুয়ারি, ২০২১ এ।

আবেদনের সময়সীমাঃ মূলত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলেছিলো ২২/০১/২০২১ থেকে ২০/০২/২০২১ পর্যন্ত।

মোট শূন্যপদঃ মোট 1088 টি শূন্যপদে করা হবে নিয়োগ। প্রধানত ৩ প্রকার পদে হবে নিয়োগ। যথা- 

  1. UNARMED BRANCH (SI)- 753
  2. UNARMED BRANCH (LADY SI)- 150
  3. ARMED BRANCH (SI)- 185
শারীরিক যোগ্যতা/PHYSICAL MEASUREMENT FOR WBP SI: পদের নাম অনুযায়ী নিম্নে প্রার্থীর শারীরিক মাপ তথা যোগ্যতার বিবরণ দেওয়া হলো-

UNARMED BRANCH (SI)
 
সাধারণ শ্রেণির প্রার্থীদের জন্য- 
  1. HEIGHT: 167 cm
  2. CHEST: 79 cm (5 cm ফোলাতে হবে)
  3. WEIGHT: 56 kg
Gorkhas, Rajbansis,
Garwalis and Scheduled
Tribes এর জন্য
  1. HEIGHT: 160 cm
  2. CHEST: 76 cm (5 cm ফোলাতে হবে)
  3. WEIGHT: 52 kg

UNARMED BRANCH (LADY SI)

সাধারণ শ্রেণির প্রার্থীদের জন্য- 
  1. HEIGHT: 160 cm
  2. WEIGHT: 45 kg

ARMED BRANCH (SI)

সাধারণ শ্রেণির প্রার্থীদের জন্য-

  1. HEIGHT: 173 cm
  2. CHEST: 86 cm (5 cm ফোলাতে হবে)
  3. WEIGHT: 60 kg
Gorkhas, Rajbansis, Garwalis and Scheduled Tribes এর জন্য-
  1. HEIGHT: 163 cm
  2. CHEST: 81 cm (5 cm ফোলাতে হবে)
  3. WEIGHT: 54 kg

পরীক্ষার সিলেবাস/EXAM SYLLABUS FOR WBP SI: যেহেতু সামনেই PRELIMINARY পরীক্ষা। তাই শুধু এর সিলেবাস দেওয়া হলো- 

GENERAL STUDIES: 50 MCQ (TOTAL MARKS- 200)
  1. History
  2. Science
  3. Culture & Art
  4. Economics
  5. Politics
  6. Inventions & Discoveries
  7. Current Events
LOGICAL & ANALYTICAL REASONING: 25 MCQ (TOTAL MARKS- 50)
  1. Similarities & Differences
  2. Relationship Concepts
  3. Space Visualization
  4. Classification
  5. Embedded Figures
  6. Statements& Conclusion
  7. Ordering & Sequencing
  8. Semantic Analogy
  9. Networks & Directions
  10. Coding & Decoding
ARITHMETIC: 25 MCQ (TOTAL MARKS- 50)
  1. Profit & Loss
  2. Ratio & Proportion
  3. Linear Equations
  4. Time & Work
  5. Fractions
  6. Decimals
  7. Time & Distance
  8. Percentage
  9. Polygons
  10. Square Roots
  11. Identities
  12. Trigonometry
  13. Tables & Graphs
TOTAL MARKS & TIME FOR WBP SI EXAM: 
  • TOTAL MARKS: 200
  • TOTAL TIME: 90 Minutes
  • NEGATIVE MARKING: -1/4 for each wrong answer.

NOTIFICATION OF ADMIT CARD OF WBP SI: CLICK HERE

OFFICIAL WEBSITE OF WBP SI: VISIT HERE 

Leave a comment