40,000 শূন্যপদে পোস্ট অফিসে 10th পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন 29,000 টাকা | Post Office Recruitment 2023

এর থেকে ভালো নিয়োগের সুখবর আর কিছুই হতে পারেনা সরকারি চাকরি প্রার্থীদের জন্য। এবার ভারতীয় ডাক এর তরফে পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগের বিরাট এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ সরাসরি চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এবং সব থেকে বড় কথা হলো, ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন এবং কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি মেরিট এর ভিত্তিতে কর্মীদের নিযুক্ত করা হবে।

Post Office Recruitment 2023
নিয়োগকারী সংস্থা: ভারতীয় ডাক বিভাগ তথা ডিপার্টমেন্ট অফ পোস্টস এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এর মধ্য দিয়ে বিভিন্ন পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: পোস্ট অফিসের এই নিয়োগে মূলত গ্রামীণ ডাক সেবক পদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে প্রধান দু ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। যথা, ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার (BPM) এবং অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার (ABPM) তথা ডাক সেবক।
মোট শূন্যপদ: অঢেল পরিমাণ শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে আপাতত 40 হাজারের মতো শূন্যপদে এই পোস্ট অফিসের কর্মী নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা: উপরের যেকোনো পদে আবেদনের ক্ষেত্রে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে উচ্চ শিক্ষিত রাও সমানভাবে যোগ্য বলে বিবেচিত হবেন আবেদনের ক্ষেত্রে।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। এখানে সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। 
রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে কর্মীদের। ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার (BPM) পদের ক্ষেত্রে মাসিক বেতন থাকছে 12,000/- টাকা থেকে 29,380/- টাকার মধ্যে। এবং অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার (ABPM) তথা ডাক সেবক পদের ক্ষেত্রে মাসিক বেতন থাকছে 10,000/- টাকা থেকে 24,470/- টাকার মধ্যে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত ধাপ আলোচনা করা হয়েছে।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট তথা indiapostgdsonline.gov.in এটিতে ভিজিট করুন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে অনলাইন রেজিষ্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
4. একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন নিয়োগে আবেদনের ক্ষেত্রে।
5. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, যাবতীয় কিছু ডকুমেন্ট আপলোড করে প্রেফারেন্স সিলেক্ট করুন।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট বিশেষ করে
4. মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট
5. অন্যান্য শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যদি থাকে
6. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
7. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
8. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
কর্মী নিয়োগ প্রক্রিয়া: কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আবেদন জমা পড়ার পর প্রার্থীদের মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে নেওয়া হবে।
যাদের নম্বর যত ভালো তারা তত বেশি এগিয়ে থাকবেন এই মেরিট লিস্ট এ। সবার শেষে মেরিট এর ভিত্তিতে যোগ্য প্রার্থী বেছে বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদনের সময়সীমা: আগামী 16 ফেব্রুয়ারি, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদন সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া হলো।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


OFFICIAL WEBSITE/ APPLY ONLINE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment