3624 শূন্যপদে রেলে গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক | RRC Railway Job 2023

সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক বিরাট নিয়োগের সুখবর। এবার ভারতীয় রেল বিভাগের তরফে সুবিশাল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের গ্রুপ ডি লেভেলের পদে প্রার্থীদের নিযুক্ত করা। ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো নিয়োগের সন্ধানে থেকে থাকলে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন জানাতে পারবেন। আরো বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।

RRC Railway Recruitment
নিয়োগকারী সংস্থা: ভারতীয় রেল এর তত্ত্বাবধানে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: বেশ কয়েক ধরনের গ্রুপ ডি লেভেলের পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে। পদ গুলির নাম নিচে উল্লেখ করা হয়েছে।
Machinist 
Turner
Fitter 
Pipe Fitter 
Plumber 
Draftsman (Civil) 
PASSA 
Stenographer
Welder 
Electronic Mechanic 
Wireman 
Refrigerator (AC – Mechanic) 
Carpenter 
Painter 
Diesel Mechanic
Mechanic Motor Vehicle
Electrician 
মোট শূন্যপদ: অসংখ্য শূন্যপদ রয়েছে এখানে। আপাতত সব মিলিয়ে 3624 শূন্যপদে উপরে উল্লিখিত বিভিন্ন পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন জানাতে গেলে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই করে থাকলে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 15-24 বছর বয়সের মধ্যে। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী যেমন SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিন।
1. সেখান থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন এবং নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।
2. নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট ক্যাটাগরি, অভিভাবকের নাম ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
3. অবশ্যই মনে করে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।
4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং সিগনেচার এগুলি এক এক করে আপলোড করুন।
5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 26 জুলাই, 2023 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে উপরে উল্লিখিত আবেদন পদ্ধতি অনুসরণ করুন
উল্লেখ্য, প্রার্থীদের এখানে প্রাথমিকভাবে অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত করা হবে উক্ত পদ গুলিতে। পরবর্তীতে তারা কর্মী পদে নিযুক্ত হবে। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জেনে নিন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment