চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। একই সঙ্গে অসংখ্য শূন্যপদে এবার গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেসকল চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তারা একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে তিন হাজারেরও বেশি শূন্যপদে নেওয়া হবে কর্মী যেখানে আপনিও চাইলে অনায়াসে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ।
পদের নাম: প্রধান দু ধরনের গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে এখানে। পদ গুলি হলো, সার্ভেয়ার এবং সার্ভে ইন চার্জ।
মোট শূন্যপদ: অসংখ্য শূন্যপদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে আপাতত সব মিলিয়ে 3444 শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে সার্ভেয়ার পদে রয়েছে 2870 টি শূন্যপদ এবং সার্ভে ইন চার্জ পদে রয়েছে 574 টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সার্ভেয়ার পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং সার্ভে ইন চার্জ পদে আবেদনের জন্য যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।
প্রার্থীর বয়সসীমা: সর্বনিম্ন 18 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: সার্ভে ইন চার্জ পদের জন্য মাসিক বেতন 24,000/- টাকা। এবং সার্ভেয়ার পদের জন্য মাসিক বেতন 20,000/- টাকা।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। নিচে ডাইরেক্ট আবেদনের লিংক দেওয়া হয়েছে।
1. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করুন।
2. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিন।
3. নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে দিন।
4. নিজের একটি ফটো এবং সিগনেচার আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগামী 05/07/2023 তারিখের মধ্যে আবেদন করুন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইনে আবেদনের লিংক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE