32000 শূন্যপদে উচ্চমাধ্যমিক, D.EL.ED ও B.ED যোগ্যতায় প্রাথমিক-উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগ | Primary Teacher Recruitment 2022

চাকরিপ্রার্থীদের জন্য এক বিশাল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যে। প্রায় 32000 শূন্যপদে প্রাথমিক এবং উচ্চপ্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করা হবে বিভিন্ন বিষয়ে নানান শিক্ষক। ন্যুনতম উচ্চমাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবেন। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন তবে এটি আপনার জন্য একটি অন্যতম নিয়োগের সুখবর। আপনি যদি ছাত্র-ছাত্রীদের পড়াতে ভালোবাসেন এবং শিক্ষকতার চাকরি করতে ইচ্ছুক তবে এতো বড়ো চাকরি হাতছাড়া করবেন না। রাজ্যের যেকোনো স্থান থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ অনলাইনের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন। নিচে আবেদনের খুঁটিনাটি বিস্তারিত দেওয়া হলো, দেখে নিন।

teacher and student primary teacher recruitment 2022 west bengal

নিয়োগকারী সংস্থা

রাজ্য শিক্ষা বিভাগের পক্ষ থেকে অসংখ্য শূন্যপদে প্রাথমিক (Primary) এবং উচ্চপ্রাথমিক (Upper Primary) শিক্ষক পদে নিয়োগ করা হবে।



পদের নাম ও শূন্যপদ 

প্রাথমিক ও উচপ্রাথমিক শিক্ষক-শিক্ষিকা পদে যেসব বিভাগে নিয়োগ করা হবে এবং কত শূন্যপদে নিয়োগ করা হবে তার বিবরণ নিচে দেওয়া হলো। নিচে বিভিন্ন পদের নাম এবং তার ডানপাশে শূন্যপদের সংখ্যার বিবরণ দেওয়া হচ্ছে- 

  • Primary & Upper Primary Teacher Level 1 (Non TSP)- 11940
  • Primary & Upper Primary Teacher Level 1 (TSP)- 3560
  • Primary & Upper Primary Teacher Level 2 (Non TSP)- 13865
  • Primary & Upper Primary Teacher Level 2 (TSP)- 2635
এসব শূন্যপদ মিলিয়ে প্রাথমিক এবং উচ্চপ্রাথমিক স্কুলে মোট 32000 শূন্যপদে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করা হবে।



শিক্ষাগত যোগ্যতা 

Primary & Upper Primary Teacher Level 1
  • আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ করার পাশাপাশি D.El.Ed করা থাকতে হবে।
  • অথবা, স্নাতক পাশ করার পাশাপাশি D.El.Ed করা থাকলেও চলবে।
Primary & Upper Primary Teacher Level 2
  • আবেদনকারীকে স্নাতক পাশ করার পাশাপাশি B.El.Ed/B.Ed করা থাকতে হবে।


বয়সসীমা 

এই Primary Teacher Recruitment কিংবা Upper Primary Teacher Recruitment এর জন্য প্রার্থীকে আবেদন করতে বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে।



নিয়োগ প্রক্রিয়া 

অনলাইন এ আবেদন করার পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া 

আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। আবেদনকারীকে Teacher Recruitment এর নির্দিষ্ট Official Website এ গিয়ে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে নিতে হবে।




আবেদনে ফি 

  • General/OBC/EWS এর ক্ষেত্রে আবেদন ফি 100 টাকা।
  • SC/ST?PWD এর ক্ষেত্রে আবেদন ফি 60 টাকা। 


আবেদনের সময়সীমা 

এই প্রাথমিক এবং উচ্চপ্রাথমিক শিক্ষক পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 16/02/2022 তারিখের মধ্যে।




Official Notification: Click Here 1/ Click Here 2 


Apply Online: Click Here 


Official Website: Click Here
  

Leave a comment