এক বড় সুখবর সমগ্র চাকরিপ্রার্থীদের জন্য। আপনি যদি অনেক পড়াশোনা করার পর সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন, তবে আপনার জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রচুর শূন্যপদে প্রতিটি গ্রামে গ্রাম পঞ্চায়েত এর অধীনে নেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক কর্মী এবং ডাটা এন্ট্রি অপারেটর কর্মী। আপনি যদি এই সরকারি চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তবে অবশ্যই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। কোনো রকম আবেদন ফি ছাড়াই অফলাইনের মাধ্যমে অতি সহজেই আপনি এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের প্রতিটি পুরুষ কিংবা মহিলা যেকেউ এখানে আবেদনের জন্য সমানভাবে যোগ্য বলে বিবেচিত হবেন। সব থেকে বড় কথা হলো এই পাবিল সার্ভিস কমিশনের নিয়োগ (PSC Recruitment 2022) এর ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এবং মেরিট এর ভিত্তিতে প্রার্থীদের কর্মী পদে নিয়োগ করে দেওয়া হবে।
পদের নাম:
পাবলিক সার্ভিস কমিশন এর নিয়োগ (Public Service Commission Recruitment 2022) এ মূলত গ্রুপ সি পদে কর্মী নিয়োগ (Group C Recruitment 2022) করা হচ্ছে। এর মধ্যে প্রধান দু ধরনের পদে নেওয়া হবে কর্মী।
1. গ্রাম পঞ্চায়েত সহায়ক (Gram Panchayat Sahayak)
2. ডাটা এন্ট্রি অপারেটর কর্মী (Data Entry Operator / DEO)
শূন্যপদের সংখ্যা:
এই নিয়োগে প্রচুর শূন্যপদে কর্মী নেওয়া হচ্ছে। আপাতত সব মিলিয়ে অর্থাৎ পঞ্চায়েত সহায়ক এবং ডাটা এন্ট্রি অপারেটর সঙ্গে আরো অন্যান্য পদ মিলিয়ে সর্বমোট 2783 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এই দুর্দান্ত চাকরির নিয়োগে অংশগ্রহণ করতে চান তবে আপনাকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। বিশেষ করে গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে আবেদন করার ক্ষেত্রে মাধ্যমিক পাশ করে থাকলেই চলবে। এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য আবেদন করতে চাইলে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে সঙ্গে কম্পিউটার এর সাধারণ কাজ সম্পর্কে একটি জ্ঞান থাকা দরকার।
বয়সসীমা:
ন্যূনতম 18 বছর বয়সে রাজ্যের পুরুষ অথবা মহিলা সবাই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এবং সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা এখানে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। SC/ST/PWD প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় রয়েছে।
আবেদন প্রক্রিয়া:
আপনি খুব সহজেই অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করার মধ্য দিয়ে এখানে এই সরকারি চাকরি এর জন্য আবেদন জানাতে পারবেন।
1. সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র টি ডাউনলোড করে নিতে হবে।
2. আপনি সেক্ষেত্রে একটি A4 সাইজের সাদা কাগজের মধ্যে এই আবেদনপত্র তথা Application Form টি বের করে নিন।
3. এরপর ফর্মটি নিজের যাবতীয় সকল প্রকার যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন।
4. যেমন, নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে ভালো করে আবেদনপত্র টি পূরণ করবেন।
5. আবেদনপত্র টি পূরণ করার সময় অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন এখানে। কারণ নিয়োগের সকল আপডেট আপনাকে এর মাধ্যমেই পাঠানো হবে।
6. এরপর নিজের কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে ভালো করে যুক্ত করে দিন।
7. তারপর এই আবেদনপত্রটি একটি চিঠি খামের মধ্যে ভরে ফেলুন এবং তা একটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
চাকরিতে আবেদন করার সময় যেসব ডকুমেন্ট অবশ্যই নিজের সঙ্গে রাখবেন,
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে দিতে হবে।
2. নিজের মাধ্যমিক পরীক্ষা পাশের মার্কশিট এবং সার্টিফিকেট দেবেন।
3. উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের মার্কশিট এবং সার্টিফিকেট।
4. ডাটা এন্ট্রি পদে আবেদনের ক্ষেত্রে একটি যেকোনো কোর্স এর কম্পিউটার সার্টিফিকেট।
5. স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশের সার্টিফিকেট দিয়ে দেবেন যদি থাকে।
6. কাস্ট সার্টিফিকেট দিতে হবে থাকলে।
7. নিজের ভোটার কিংবা আঁধার কার্ড দিতে হবে ঠিকানার প্রমাণপত্র হিসেবে।
8. নিজের একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো দেবেন।
9. একটি সিগনেচার করে দিতে হবে।
10. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকলে দিয়ে দেবেন।
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
এই দুর্দান্ত চাকরিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। অর্থাৎ প্রার্থীদের সরাসরি কর্মী পদে নিয়োগ করে দেওয়া হবে।
1. সেক্ষেত্রে আবেদন গুলি জমা পড়ার পর সেগুলি প্রথমে ভালো করে শর্ট লিস্টিং এর মাধ্যমে বাছাই করে প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য।
2. সেখানে প্রার্থীদের সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে।
3. ইন্টারভিউয়ে প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং তাদের পার্সোনালিটি টেস্ট করে নম্বর প্রদান করা হবে।
4. এরপর প্রার্থীদের অ্যাকাডেমিক মার্কস এর ওপর দেওয়া হবে নম্বর।
5. তারপর এই ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর এবং অ্যাকাডেমিক মার্কস এর ওপর প্রাপ্ত নম্বর গুলি যোগ করে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে।
6. সর্বশেষে এই মেরিট লিস্ট তথা মেধা তালিকা এর ওপর ভিত্তি প্রার্থীদের ডেকে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নেওয়া হবে।
7. এরপর একটি নিয়োগের প্যানেল প্রস্তুত করা হবে এবং প্রার্থীদের বাড়ি বাড়ি বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে নিয়োগ পত্র।
আবেদনের সময়সীমা:
আগামী 3 জুন, 2022 তারিখের মধ্যে আপনি অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করার মধ্য দিয়ে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
আগামী ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।