পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ নিয়োগের সুখবর। আপনার যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তারা একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে একই সঙ্গে বিভিন্ন ধরনের গ্রুপ সি লেভেলের পদে নেওয়া হচ্ছে কর্মী যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।
পদের নাম – স্টেনোগ্রাফার গ্রেড II
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের পর পরই কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 25,500/- টাকা। বেতন সর্বোচ্চ 81,100/- টাকা অব্দি হতে পারে।
পদের নাম – লোয়ার ডিভিশন ক্লার্ক
শিক্ষাগত যোগ্যতা: লোয়ার ডিভিশন ক্লার্ক তথা LDC পদে আবেদন জানাতে গেলে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 19,900/- টাকা। বেতন সর্বোচ্চ 63,200/- টাকা অব্দি হতে পারে।
পদের নাম – মেসেঞ্জার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আপনি চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: এক্ষেত্রে নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 18,000/- টাকা। বেতন সর্বোচ্চ 56,900/- টাকা অব্দি হতে পারে।
প্রার্থীর বয়সসীমা: যেকোনো পদে আবেদনের ক্ষেত্রেই আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 25 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি: আবেদন জানাতে পারবেন অফলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরন করে আবেদনপত্র পাঠিয়ে দিন
1. সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে এই আবেদনপত্র পূরণ করে ফেলুন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে সিগনেচার করে দিন ফর্মের মধ্যে।
5. সবার শেষে এগুলি সব খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
4. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
আবেদনের সময়সীমা: আগামী 15/04/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া হলো।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Colonel (General Staff), Headquarters 111 Sub Area, Bengdubi Military Station, Post Office – Bengdubi, District- Darjeeling, PIN-734424
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সেখানেই নিয়োগের আবেদনপত্র পেয়ে যাবেন।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভাবিশির চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE