বড়ো নিয়োগের সুখবর রাজ্যের সমগ্র সরকারি চাকরি প্রার্থীদের জন্য। আপনি যদি অনেক পড়াশোনা করার পর সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকোনো প্রার্থী এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। দেশের পাশাপাশি সারা রাজ্যজুড়ে দিনের পর দিন বেড়ে চলেছে বেকার সমস্যা। অন্যদিকে চাকরির বাজারে মন্দা বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে এমন দুর্দান্ত চাকরির সুযোগ হাতছাড়া না করতে এখনি দেখে নিন নিয়োগ তথা আবেদন এর বিস্তারিত খুঁটিনাটি এবং করে ফেলুন চাকরির জন্য আবেদন।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন কয়েকটি ধাপে,
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশন এর লিংকে ক্লিক করে নেবেন।
2. নিজের যাবতীয় নানান তথ্য দিয়ে ভালো করে রেজিস্ট্রেশন ফর্মটি ফিলাপ করুন।
3. নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে পূরণ করবেন ফর্মটি।
4. এরপর আপনাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে, একে একে আপলোড করে দিন।
5. সঙ্গে নিজের পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
এই গ্রুপ সি ক্লার্ক নিয়োগ (Group-C Clerk Recruitment 2022) এ আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যেমন,
3. মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
4. উচ্চমাধ্যমিক এর মার্কশিট এবং সার্টিফিকেট
5. স্নাতক পাশের সার্টিফিকেট
6. ভোটার কিংবা আঁধার কার্ড বাসিন্দার প্রমাণপত্র হিসেবে
7. নিজের কাস্ট সার্টিফিকেট যদি থাকে
8. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
9. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
10. নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
প্রার্থীদের কয়েকটি ধাপের মধ্য দিয়ে কর্মী পদে নিযুক্ত করা হবে,
1. আবেদন জমা পড়ার পর প্রার্থীদের সবার প্রথমে ডেকে নেওয়া হবে একটি লিখিত পরীক্ষার জন্য।
2. এখানে যারা পাশ করবেন তাদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য।
3. সংশ্লিষ্ট পদ সম্পর্কিত কিছু প্রশ্ন ও যোগ্যতা যাচাইয়ের পর তাদের নম্বর প্রদান করা হবে।
4. তারপর প্রার্থীদের পার্সোনালিটি দেখে তাদের সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে নম্বর।
5. সঙ্গে তাদের শিক্ষাগত যোগ্যতা তথা অ্যাকাডেমিক মার্কস এর ওপর রয়েছে নম্বর।
6. সবার শেষে প্রার্থীদের প্রাপ্ত সকল নম্বর যোগ করে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং এর ভিত্তিতে কর্মী পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এই গ্রুপ সি ক্লার্ক নিয়োগ (Group-C Clerk Recruitment 2022) এর জন্য আবেদন জানাতে চান তবে আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা:
এই সরকারি চাকরির নিয়োগ (Govt Job Recruitment 2022) এ আবেদনের জন্য আপনার বয়স থাকতে হবে 28 বছরের মধ্যে। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হতে পারে।
মাসিক বেতন:
প্রার্থীদের কর্মী পদে নিয়োগ করার পর মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে। কর্মী পিছু মাসিক সর্বনিম্ন বেতন 20,480/- টাকা থেকে শুরু হবে।
আবেদনের সময়সীমা:
আপনি যদি এই সরকারি ক্লার্ক নিয়োগ (Govt Clerk Recruitment 2022) এর চাকরির জন্য আবেদন জানাতে চান তবে আপনাকে আগামী 25/06/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে হবে।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। সঙ্গে আবেদনের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE
MORE WB GOVT JOB: CLICK HERE