19900 টাকা বেতনে উচ্চমাধ্যমিক পাশে গ্রূপ-সি পদে কর্মী নিয়োগ | Group C Recruitment 2022

বিভিন্ন গ্রূপ-সি পদে নিয়োগের একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। শুধুমাত্র উচ্চমাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবেন। বিভিন্ন রকমের পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো স্থান থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ করতে পারবেন আবেদন। আপনি কি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা পড়াশোনার পর বেকার সমস্যায় ভুগছেন তবে খবরটি শুধু আপনার জন্য। অনলাইনের মাধ্যমে অতি সহজেই আবেদন করে নিতে পারবেন এই চাকরির জন্য। তাই আর দেরি না করে বিস্তারিত দেখে নিন।

group c recruitment 2022

নিয়োগকারী সংস্থা 

সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট (Central Electrochemical Research Institute) তথা CSIR এর পক্ষ থেকে বিভিন্ন প্রকারের Group-C পদে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম ও শূন্যপদ 

নিচে বিভিন্ন রকমের Group-C পদের নাম এবং তাদের ডানপাশে তাদের শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হলো- 
  1. JUNIOR SECRETARIAT ASSISTANT (GEN)- 05
  2. JUNIOR SECRETARIAT ASSISTANT (F&A)- 02
  3. JUNIOR SECRETARIAT ASSISTANT (S&P)- 02
  4. JUNIOR STENOGRAPHER- 04
  5. RECEPTIONIST- 01

শিক্ষাগত যোগ্যতা 

নিচে 1-4 পদগুলির যোগ্যতা দেওয়া হলো- 
  • আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
  • সঙ্গে কম্পিউটারে বিশেষ জ্ঞান অর্থাৎ কম্পিউটার চালাতে জানতে হবে।
  • কম্পিউটারে ভালো টাইপ করার দক্ষতা থাকতে হবে।
এবং 5 নম্বরের পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্নাতক পাশ করার পাশাপাশি Receptionist এর কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম 

  • 1-3 নম্বর পদের ক্ষেত্রে বেতন 19900-63200 টাকা বেতন।
  • 4 নম্বর পদের ক্ষেত্রে 25500-81100 টাকা বেতন মাসে।
  • 5 নম্বর পদের ক্ষেত্রে বেতন 35400-112400 টাকা মাসে।

বয়সসীমা 

প্রতিটি পদের ক্ষেত্রে এবং ক্যাটাগরি অনুযায়ী বয়সের উর্দ্ধসীমা গুলি ভালো করে অফিশিয়াল নোটিফিকেশন এ দেয়া থাকবে, দেখে নিতে পারবেন। তবে সবথেকে কম উর্দ্ধসীমা যুক্ত পদের ক্ষেত্রে বয়সের উর্দ্ধসীমা হতে হবে 27 বছর এবং সব থেকে বেশি উর্দ্ধসীমা যুক্ত পদের ক্ষেত্রে 33 বছর।

নিয়োগ প্রক্রিয়া 

  • 1-4 নম্বরের পদগুলির ক্ষেত্রে Screening Test, Written Exam এবং Computer Test এর মাধ্যমে নিয়োগ করা হবে।
  • 5 নম্বর পদের ক্ষেত্রে Screening Test. Written Exam এবং Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি 

অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে এবং একটি বৈধ E-Mail ID দিয়ে আবেদন করতে হবে।

আবেদন ফি 

  • এই পদের জন্য আবেদন করতে আবেদনকারীকে 500 টাকা দিতে হবে। 
  • SC/ST/PwBD/Women/CSIR কর্মীদের আবেদন করতে কোনো রকম আবেদন ফি দিতে হবে না।

আবেদনের সময়সীমা 

আগামী 14/02/2022 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
Official Notification: Click Here


Official Website: www.cecri.res.in

Leave a comment