1925 শূন্যপদে রাজ্যে নবোদয় বিদ্যালয়ে Group-C পদে নিয়োগ | Navodaya Vidyalaya Samiti (NVS) Recruitment 2022

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট এক নিয়োগের বিজ্ঞপ্তি  নিয়ে এলো নবোদয় বিদ্যালয় সমিতি। মূলত বিভিন্ন গ্রূপ-সি পদে 1925 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন রকমের অসংখ্য পদ রয়েছে যেখানে আবেদন করতে আবেদনকারীর ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। রাজ্যের যেকোনো স্থান থেকে নারী কিংবা পুরুষ যেকেউ আবেদন করতে পারবেন এই Group-C পদে নিয়োগের জন্য। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন কিংবা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে আবেদন সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হলো, দেখে নিতে পারেন।

nvs recruitment 2022

নিয়োগকারী সংস্থা 

নবোদয় বিদ্যালয় সমিতি তথা Navodaya Vidyalaya Samiti (NVS) এর পক্ষ থেকে বিভিন্ন Group-C ও কিছু Group-A পদে কর্মী নিয়োগ করা হবে।


পদের নাম ও শূন্যপদ 

অসংখ্য শূন্যপদে বিভিন্ন প্রকারের Group-C পদে কর্মী নিয়োগ করা হবে যা নিম্নে উল্লেখ করা হলো। নিচে বিভিন্ন পদগুলির নাম সঙ্গে তার ডানপাশে শূন্যপদের সংখ্যা দেওয়া হলো- 
  1. ASSISTANT SECTION OFFICER – 10
  2. AUDIT ASSISTANT – 11
  3. JUNIOR TRANSLATION OFFICER – 04
  4. JUNIOR ENGINEER (CIVIL) – 01
  5. STENOGRAPHER – 22
  6. COMPUTER OPERATOR – 04
  7. CATERING ASSSITANT – 87
  8. JR. SECRETARIAT ASSISTANT – 630
  9. ELECTRICIAN CUM PLUMBER – 273
  10. LAB ATTENDANT – 142
  11. MESS HELPER – 629
  12. MULTI TASKING STAFF – 23
  13. ASSISTANT COMMISSIONER (GROUP A) – 05
  14. ASST. COMMISSIONER (ADMN.) – 02
  15. FEMALE STAFF NURSE – 82



শিক্ষাগত যোগ্যতা 

এই Group-C পদে আবেদন করতে আবেদনকারীর ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। এছাড়া উচ্চমাধ্যমিক, স্নাতক কিংবা স্নাতকোত্তর যেকোনো যোগ্যতায় আবেদন করতে পারবেন।


বয়সসীমা

নবোদয় বিদ্যালয় সমিতির এই চাকরিতে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে।



বেতনক্রম 

সর্বনিম্ন পদের ক্ষেত্রে বেতন 18000-56900 টাকা মাসে এবং সর্বোচ্চ পদে ক্ষেত্রে বেতন 78800-209200 টাকা মাসে।



আবেদন প্রক্রিয়া 

শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদনকারীকে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে আবেদন করতে হবে।


আবেদন ফি 

  • ন্যুনতম 750 টাকা দিয়ে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ পদের জন্য আবেদনকারীকে আবেদন করতে 1500 টাকা দিতে হবে।
  • SC/ST/PH দের আবেদন করতে কোনো রকম আবেদন ফি দিতে হবে না।

নিয়োগ প্রক্রিয়া 

বিভিন্ন ধাপের মধ্য দিয়ে প্রার্থী বাছাই করা হবে। যথা- 
  • অনলাইন পরীক্ষা তথা Computer Based Test (CBT)
  • দক্ষতা পরীক্ষা তথা Skill Test
  • Interview 

আবেদনের সময়সীমা 

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 10/02/2022 তারিখের মধ্যে।




Official Notification: Click Here


Official Website: Click Here






Leave a comment