1700 শিক্ষক পদে পশ্চিমবঙ্গে গ্র্যাজুয়েশন পাশে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ | Teacher Recruitment in West Bengal 2022

রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো রাজ্যজুড়ে। আপনি যদি স্নাতক তথা Graduation পাশ করার পর সরকারি চাকরির খোঁজ করে থাকেন এবং শিক্ষকতার চাকরি করতে পছন্দ করেন তবে এই চাকরির জন্য আবেদন করতে পারেন। রাজ্যে মূলত কম্পিউটার শিক্ষক পদে প্রায় 1719 শূন্যপদে নিয়োগ করা হবে। প্রধানত ICT এর তরফ থেকে স্কুল কোঅর্ডিনেটর পদে এই নিয়োগ করা হবে। আপনি যদি এই চাকরির নিয়োগের জন্য আবেদন করতে ইচ্ছুক হন তবে নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হচ্ছে, দেখে নিতে পারেন।


ict computer teacher recruitment 2022

নিয়োগকারী সংস্থা

ICT তথা Information Technology বিভাগের পক্ষ থেকে এই নিয়োগ করা হবে।


পদের নাম 

ICT Computer Teacher তথা কম্পিউটার শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে।  


শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারীকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে।
  • সঙ্গে কম্পিউটার এপ্লিকেশন বিষয়ে 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে। 



বয়সসীমা 

আবেদনকারীর বয়স হতে হবে 20-40 বছরের মধ্যে।



আবেদন প্রক্রিয়া 

অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে এবং নানান ডকুমেন্ট আপলোড করে আবেদন করতে হবে।




নিয়োগ পদ্ধতি 

ICT কম্পিউটার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।



আবেদনের সময়সীমা 

অনলাইনের মাধ্যমে কবে থেকে আবেদন গ্রহণ করা শুরু হবে সেব্যাপারে এখনো কিছু বলা হয়নি। তবে অতি শীঘ্রই আবেদন শুরু হতে পারে।


আরও পড়ুন: D.El.Ed, B.Ed, SSC ও TET ছাড়াই রাজ্যের স্কুলে সরাসরি শিক্ষক নিয়োগ


Official Notification: Click Here


More Govt Job from West Bengal: Click Here

Leave a comment