12th, D.EL.ED ও B.ED যোগ্যতায় পশ্চিমবঙ্গে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ | Primary Teacher Recruitment 2022 West Bengal

রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট বড়ো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলো অসংখ্য শিক্ষক পদে নিয়োগের জন্য। যেকোনো যোগ্যতায় রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ  পারবেন। রাজ্যের প্রাথমিক বিদ্যালয় তথা প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে। ন্যুনতম উচ্চমাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবেন। সঙ্গে আপনাকে যেকোনো একটি শিক্ষা সম্বন্ধীয় ডিগ্রি কিংবা ডিপ্লোমা করতে হবে। আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন এবং শিক্ষকতার চাকরি করতে পছন্দ করেন তবে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিদ্যালয়ের এই শিক্ষক নিয়োগের চাকরির জন্য আবেদন করতে পারেন। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো- 



primary teacher recruitment 2022 west bengal

নিয়োগকারী সংস্থা 

পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিদ্যালয় এর তরফ থেকে বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে। (Kendriya Vidyalaya Teacher Recruitment West Bengal 2022)



পদের নাম 

বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে নানান বিষয়ের ওপর। নিচে যে যে বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে তার নাম দেওয়া হলো- 
  1. PGT (Post Graduate Teacher)
  2. TGT (Trained Graduate Teacher)
  3. PRT (Primary Teacher)


পদ অনুযায়ী বিবরণ 

নিচে পদ অনুযায়ী নানান বিবরণ বিশদে আলোচনা করা হলো- 

পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT) 


বিষয় (Subject) 

যেসব বিষয়ে এক্ষত্রে শিক্ষক নিয়োগ করা হবে- 
  • PGT- English
  • PGT- Physics
  • PGT- Hindi
  • PGT- Chemistry
  • PGT- Biology
  • PGT- Mathematics
  • PGT- History 
  • PGT-History
  • PGT- Geography
  • PGT- Sanskrit 
  • PGT- Political Science
  • PGT- Commerce
  • PGT- Economics
  • PGT- Computer Science


শিক্ষাগত যোগ্যতা 

  • আবেদনকারীকে অন্তত 50% নম্বর নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে।
  • সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের B.ED করতে হবে।



ট্রেনড গ্র্যাজুয়েট টিচার (TGT)


বিষয় (Subject) 

যেসব বিষয়ে এক্ষত্রে শিক্ষক নিয়োগ করা হবে- 
  • TGT- English
  • TGT- Hindi
  • TGT- Sanskrit 
  • TGT- Science
  • TGT- Mathematics
  • TGT- Social Studies

শিক্ষাগত যোগ্যতা 

  • আবেদনকারীকে অন্তত 50% নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন করতে হবে।
  • সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের B.ED করতে হবে এবং সঙ্গে CTET পাশ করে থাকতে হবে।

প্রাথমিক শিক্ষক (PRT)





শিক্ষাগত যোগ্যতা 

  • 50% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
  • সঙ্গে 2 বছরের D.EL.ED করা থাকতে হবে।

এছাড়াও আরো যেসব ক্ষেত্রে শিক্ষক নিয়োগ করা হবে-
  • Computer Instructor
  • Vocational Instructor
  • Yoga Teacher
  • Doctor
  • Nurse
  • Educational Counselor 

আবেদন প্রক্রিয়া 

আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া লিংকে যা নিচে দেয়া থাকবে, সেখানে গিয়ে একটি ফর্ম ফিলাপ করতে হবে। তারপর Application Form টি ডাউনলোড করে সেটিতে ভালো করে পূরুণ করে যাবতীয় নানান ডকুমেন্ট যোগ করে সঙ্গে নিজের অরিজিনাল ডকুমেন্ট সহ একেবারে ইন্টারভিউয়ের দিন যেতে হবে।


ইন্টারভিউয়ের দিনক্ষণ 

আগামী 01/02/2022 এবং 02/02/2022 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে।



Official Notification: Click Here


Application Form: Click Here


Apply Online: Click Here


Official Website: no1ishapore.kvs.ac.in





Leave a comment