1150 কন্সটেবল পদে নিয়োগ শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশে, বেতন প্রায় 22000 | Constable Recruitment 2022

সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিশেষ এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইএসএফ। আপনি কি সরকারি চাকরির খোঁজ করছেন এবং প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক? তবে বিস্তারিত জানুন। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় প্রায় সাড়ে 1100 টি পদে কন্সটেবল (Constable) নিয়োগ করা হচ্ছে। আপনি রাজ্যের যেকোনো প্রান্ত থেকে অনায়াসে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

cisf constable recruitment 2022

পদের নাম: সিআইএসএফ (CISF) এর পক্ষ থেকে কন্সটেবল ফায়ার মেল(Constable Fire Male) পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ: প্রচুর শূন্যপদে Constable নিয়োগ করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া হিসাব অনুযায়ী আপাতত 1149 টি পদে হবে সিআইএসএফ কর্মী নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা: Constable Fire Male পদে আবেদন করতে গেলে আপনাকে যেকোনো এক স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়া উচ্চ শিক্ষিত প্রার্থীরাও সমানভাবে আবেদনের যোগ্য।

শারীরিক যোগ্যতা: উচ্চতা হতে হবে ন্যুনতম 170 cm। বুকের ছাতি হতে হবে 80-85 cm এর মধ্যে এবং অতিরিক্ত 5 cm ফোলানোর dokkhota লাগবে। শরীরের ওজন হবে উচ্চতা অনুযায়ী।

বয়সসীমা: আবেদনকারীদের বয়স হতে হবে 18-23 বছরের মধ্যে। SC/ST দের 5 বছরের এবং OBC দের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: অনলাইনের মাধ্যমে হবে আবেদন। অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিজের যাবতীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে কিছু ডকুমেন্ট আপলোড এর মাধ্যমে আবেদন করে নিতে হবে।

আবেদন করতে: 100 টাকা করে। SC/ST/ESM দের কোন ফি দিতে হবে না।

বেতনক্রম: উচ্চ বেতন দেওয়া হবে এই চাকরির জন্য। মাসিক 21700 থেকে 69100 টাকা দেওয়া হবে।

আরও পড়ুন: রাজ্যে গ্রূপ-সি ও ডি পদে কর্মী নিয়োগ, অষ্টম-মাধ্যমিক পাশে সবাই আবেদনের যোগ্য | WB Group C and d Recruitment 2022

নিয়োগ প্রক্রিয়া: কয়েকটি ধাপ এর মধ্য দিয়ে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। যেমন –

1. Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST)

2. Written Examination

3. OMR/Computer Based Test (CBT) Mode

4. Document Verification (DV)

5. Medical Examination (DME/RME)

আবেদনের শেষ তারিখ: অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 04/03/2022 তারিখের মধ্যে।

আরও দেখুন: রাজ্যের জেলা ব্লকে ব্লকে 20000 টাকা বেতনে Group C কর্মী নিয়োগ | WB BDO Office Recruitment 2022 

Official Notification: Click Here


Apply Online: Click Here

Official Website: Click Here

Leave a comment