1100 শূন্যপদে রাজ্যজুড়ে রেলে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে সরাসরি চাকরি | Railway Group-D Recruitment 2022

দুর্দান্ত এক নিয়োগের সুখবর সমগ্র রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য। আপনি যদি একজন সরকারি চাকরিপ্রার্থী হয়ে দীর্ঘ দিন যাবৎ করে চাকরির খোঁজ করছেন এবং চাকরির খোঁজে খোঁজে দিশেহারা হয়ে পড়েছেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন আপনি। ভারতীয় রেল (Indian Railway) এর পক্ষ থেকে জারি হলো গ্রুপ ডি কর্মী নিয়োগ (Railway Group-D Recruitment 2022) এর বিজ্ঞপ্তি। আপনি রাজ্যের যেকোনো স্থান থেকে সরাসরি এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। রাজ্যের পুরুষ থেকে মহিলা যেকেউ সমানভাবে যোগ্য এখানে আবেদনের জন্য। সব থেকে বড় কথা হলো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনি চাকরির জন্য আবেদন জানাতে পারবেন এবং কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই এখানে একদম সরাসরি কর্মী নিয়োগ করা হবে।

Railway Group D Recruitment 2022

নিয়োগ স্থান ও পদের নাম:
ভারতীয় রেল নিয়োগ (Indian Railway Recruitment 2022) এর পক্ষ থেকে দক্ষিণ পূর্ব মধ্য রেলে (South East Central Railway) মূলত গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
শূন্যপদের সংখ্যা:
মোটামুটি সব মিলিয়ে 1100 এর কাছাকাছি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মূলত যে নির্দিষ্ট পদ গুলিতে কর্মী নিয়োগ হবে,
1. FITTER
2. CARPENTER
3. ELECTRICIAN
4. WELDER
5. PAINTER
6. PLUMBER
7. DIESEL MECHANIC
8. TURNER
9. WIREMAN
10. STENOGRAPHER
11. GAS CUTTER
12. HEALTH SANITARY INSPECTOR
আরও বেশ কয়েকটি পদ রয়েছে যা অফিসিয়াল নোটিফিকেশন ই দেখে নিতে পারবেন।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা:
আপনি রেলের এই দুর্দান্ত নিয়োগে অংশগ্রহণ করতে চাইলে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:
নিম্নলিখিত কয়েকটি ধাপে এখানে আবেদন জানিয়ে ফেলতে পারেন,
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইন রেজিষ্ট্রেশন এর লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন।
2. এক্ষেত্রে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা, জেন্ডার, বাবার নাম ইত্যাদি তথ্য দিয়ে ভালো করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে।
3. এখানে অবশ্যই নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে দেবেন।
4. তারপর আপনাকে এই মোবাইল নম্বর ও ইমেল আইডি তে আপনার রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে।
5. যাইহোক, আবার লগইন করে বেশ কয়েকটি ডকুমেন্ট আপলোড করবেন। সঙ্গে নিজের পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করবেন।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করবেন এবং আবেদন শেষে প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
3. অন্যান্য শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যদি থাকে
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো
5. নিজের আঁধার কার্ড কিংবা ভোটার কার্ড
6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
7. অন্যান্য কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
নিয়োগ প্রক্রিয়া:
রেলে কর্মী নিয়োগ (Indian Railway Recruitment 2022) এর ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না,
1. আবেদনগুলো জমা পড়ার পর সেগুলি প্রথমে ভালো করে শর্ট লিস্টিং করে নেওয়া হবে।
2. এরপর শর্ট লিস্টেড প্রার্থীদের ডেকে নেওয়া হবে তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে।
3. এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর ভিত্তিতেই এই শর্ট লিস্টিং করা হবে।
4. অর্থাৎ যার মাধ্যমিক পরীক্ষায় নম্বর ভালো থাকবে সে মেরিট লিস্ট এ বেশি এগিয়ে থাকবে।
5. যাইহোক, এবার প্রার্থীদের ডেকে নেওয়া হবে একটি সাধারণ ইন্টারভিউয়ের জন্য এবং সেখানে তাদের সাধারণ কিছু প্রশ্ন করণের মধ্য দিয়ে যাচাই করে নেওয়া হবে।
6. সঙ্গে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এবং শেষে প্রার্থীদের সব প্রাপ্ত নম্বর গুলি যোগ করে একটি মেরিট লিস্ট তথা মেধা তালিকা তৈরি করা হবে।
7. সবার শেষে এই মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থীদের ডেকে কর্মী পদে নিয়োগ করে দেওয়া হবে।
প্রার্থীর বয়সসীমা:
24 বছরের মধ্যে যেকেউ এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
SC/ST দের 5 বছরের, OBC দের 3 বছরের এবং অন্যান্য আরো রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় রয়েছে।
আবেদনের সময়সীমা:
আগামী 03/06/2022 তারিখের মধ্যে আপনি অনলাইনের মাধ্যমে এই রেলের নিয়োগ এর জন্য আবেদন জানাতে পারবেন। 
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হলো, ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে অনলাইনের আবেদন (APPLY ONLINE) এর লিঙ্ক দেওয়া হলো, সেখানে গিয়ে ডাইরেক্ট আবেদন জানাতে পারবেন। 
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


APPLY ONLINE: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE

Leave a comment