1033 শূন্যপদে ভারতীয় রেলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগ , মাধ্যমিক পাশে সরকারি চাকরি | Indian Railways Group-C Group-D Recruitment 2022

খুব বড় এক নিয়োগের সুখবর সরকারি চাকরিপ্রার্থীদের জন্য। এবার ভারতীয় রেলের পক্ষ থেকে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। আপনি যদি একজন সরকারি চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজ করছেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় গোটা রাজ্যের যেকোনো জেলা কিংবা প্রান্ত থেকে ভারতীয় রেলের নিয়োগ (Indian Railway Recruitment 2022) এ আপনি আবেদন জানাতে পারেন। এখানে গ্রুপ-সি (Group C) ও গ্রুপ-ডি (Group D) এর নানান পদে কর্মী নেওয়া হবে, যেখানে পুরুষ কিংবা মহিলা যেকেউ আবেদন করতে পারবেন।

Indian Railway Recruitment 2022

পদের নাম:
রেলের এই নিয়োগ (Railway Recruitment 2022) এর মধ্য দিয়ে রেলে গ্রুপ সি নিয়োগ (Railway Group C Recruitment 2022) এবং রেলের গ্রুপ ডি নিয়োগ (Railway Group D Recruitment 2022) করা হবে। অনেক পদ রয়েছে এখানে। যেমন,
1. Machinist 
2. Turner 
3. Electrician
4. Computer Operator & Programming Asst 
5. Stenographer (Hindi)
6. Stenographer (English)
7. Welder 
8. Fitter  
9. Wagon Repair Shop 
10. Health & Sanitary Inspector
11. Mechanic Diesel 
12. Mechanic Refrigearator & Air Conitioner 
13. Mechanic Auto Electrial
এবং আরো নানান পদ রয়েছে।
শূন্যপদ:
গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পদ সহ সব মিলিয়ে 1033 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে রেলে।
শিক্ষাগত যোগ্যতা:
ভারতীয় রেলের এই চাকরিতে আবেদন করতে গেলে আপনাকে যেকোনো এক সরকার স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা:
এখানে আবেদনের জন্য আপনার কোনো হতে হবে 24 বছরের মধ্যে। এবং রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
ভারতীয় রেলের নিয়োগে আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে খুব সহজেই। এক্ষেত্রে সবার প্রথমে আপনাকে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদনের লিংকে ক্লিক করতে হবে। সেখানে নিজের যাবতীয় নানান তথ্য দিয়ে অনলাইন ফর্ম টি ভালো করে পূরণ করতে হবে। তারপর নিজের গুরুত্বপূর্ণ যাবতীয় ডকুমেন্ট গুলি আপলোড করে দিতে হবে সেখানে। সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদন সম্পন্ন করবেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট:
আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
3. ভোটার কিংবা আঁধার কার্ড
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো
6. একটি সিগনেচার 
7. অন্যান্য শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট ইত্যাদি

আবেদনের সময়সীমা:
আগামী 24/05/2022 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
আরও বিস্তারিত জানতে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো। সঙ্গে আবেদনের লিঙ্ক ও অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া হচ্ছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

APPLY ONLINE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি ও নিয়োগের আরো নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment