পশ্চিমবঙ্গে এই নতুন প্রকল্পে এক আবেদনেই 60 হাজার টাকা, দেখুন বিস্তারিত | WB Govt New Scheme 2023

পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে খবরটি পড়ে দেখুন। রাজ্যের এক নতুন প্রকল্পে এক আবেদনেই পেয়ে যেতে পারেন 60 হাজার টাকা। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে বেশ কিছু প্রকল্প তথা যোজনার আয়োজন করা হয়েছে এবং তাদের মধ্যে এটি একটি অন্যতম প্রকল্প। মূলত রাজ্যের সাধারণ মানুষের জন্য আশীর্বাদের মতো কাজ করবে এই প্রকল্প। কেননা, এখানে এক আবেদনের ফলেই পাওয়া যাবে অনেক পরিমাণ আর্থিক অনুদান।

WB Govt Scheme 2023
প্রকল্পের বিবরণ: ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আরো কিছু প্রকল্পের আয়োজন করা হয়েছিল। মূলত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ 1000 টাকা অব্দি অনুদান পাওয়া যেত মাসে।
তবে এদের সবাইকে অনেকটাই পেছনে ফেলে দিয়ে একাই রাজত্ব করবে এই প্রকল্প। নতুন এই প্রকল্পের নাম – সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প। মূলত রাজ্যের সাধারণ নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মানুষ মানুষ যাদের যাদের পারিবারিক আয় খুবই কম তারা এখানে আবেদন জানাতে পারবেন।
আর্থিক অনুদানের পরিমাণ: রাজ্যের অন্যান্য বিভিন্ন প্রকল্প তথা যোজনাতে যে পরিমাণ আর্থিক অনুদান প্রদান করা হয় তার তুলনায় এখানে আর্থিক অনুদানের পরিমাণ অনেকটাই বেশি। সেক্ষেত্রে সর্বোচ্চ 60 হাজার টাকা অব্দি আর্থিক অনুদান এখানে পাওয়া যেতে পারে।
সুযোগ সুবিধা: সমজিক সুরক্ষা যোজনার মাধ্যমে নানান সরকারি সুযোগ সুবিধা এবং সাহায্য প্রদান করা হয়ে থাকে আবেদনকারীদের। পারিবারিক চিকিৎসার খরচ, পড়াশুনার খরচ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে।
প্রয়োজনীয় যোগ্যতা এবং শর্ত: বিশেষ কয়েকটি যোগ্যতা তথা শর্ত পূরণ করে থাকতে হবে এখানে আবেদনের জন্য। সেগুলি হলো,
1. আবেদনকারী প্রার্থীকে পশ্চিমবঙ্গ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে।
2. পারিবারিক বার্ষিক আয় হতে হবে 65 হাজার টাকার মধ্যে।
3. আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 60 বছর বয়সের মধ্যে।
কীভাবে আবেদন করবেন: সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট – wblabour.gov.in ভিজিট করে নিন।
সেখানে নিজের যাবতীয় তথ্য ও বিবরণ দিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করে নিন। এভাবে সাবমিট করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
ভবিষ্যতে বিভিন্ন প্রকল্প, যোজনা কিংবা চাকরি এবং নিয়োগের সব রকম আপডেট সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে।
TELEGRAM CHANNEL: JOIN HERE 


MORS NEWS & UPDATES: CLICK HERE 

Leave a comment