স্টেট ব্যাংকে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ | SBI Specialist Officer Recruitment 2022

ভারতীয় স্টেট ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ। স্টেট ব্যাংকে স্পেশালিস্ট অফিসার (SBI Specialist Officer Recruitment 2022) পদে করা হবে নিয়োগ। ভারত তথা পশ্চিমবঙ্গের যেকোনো স্থানের অধিবাসী হলে আপনি করতে পারবেন আবেদন। পুরুষ কিংবা মহিলা যে কেউ আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। নিচে আবেদন সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো-

SBI Specialist Officer Recruitment 2022

নিয়োগকারী সংস্থা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া / State Bank of India 


পদের নাম ও শূন্যপদ: প্রধান 3 প্রকার পদে করা হবে কর্মী নিয়োগ। নিচে পদের নাম এবং তার পাশে শূন্যপদের সংখ্যা দেওয়া হলো- 

  1. Chief Manager (Company Secretary)- 2
  2. Manager (SME Products)- 6
  3. Deputy Manager (CA)- 7

শিক্ষাগত যোগ্যতা: নিচে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলোচনা করা হলো-
  • Chief Manager (Company Secretary): আবেদনকারীকে Institute of Company Secretaries of India (ICSI) এর সদস্য হতে হবে
  • Manager (SME Products): MBA/PGDM এ ফুল টাইমের জন্য ডিগ্রি ধারণ করতে হবে
  • Deputy Manager (CA): Chartered Accountant হতে হবে



বয়সসীমা: পদ অনুযায়ী বয়সের সর্বোচ্চ বয়সসীমা দেওয়া হলো-
  • Chief Manager (Company Secretary)- 45 years
  • Manager (SME Products)- 35 years
  • Deputy Manager (CA)- 35 years

বেতনক্রম: পদ অনুযায়ী বেতনক্রম নিচে দেওয়া হলো- 
  • Chief Manager (Company Secretary):  76010-2220/ 4-84890-2500/ 2-89890
  • Manager (SME Products):  63840-1990/ 5-73790-2220/ 2-78230
  • Deputy Manager (CA):  48170-1740/ 1-49910-1990/ 10-69810

আবেদন ফি: 750 টাকা এবং SC/ST/PWD দের কোনো আবেদন ফি লাগবে না


আবেদন প্রক্রিয়া: Official Website  এ গিয়ে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন।


নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের  Shortlisting করে  Interview এর মাধ্যমে হবে নিয়োগ। 


আবেদনের সময়সীমা: আবেদন করতে পারবেন আগামী 13/01/2022 এর মধ্যে। 



Official Notification: Click Here





Apply Online: Click Here

For More Govt Job News:  Click Here

 

Leave a comment