চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার দেশের অন্যতম বিখ্যাত ব্যাংক তথা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা চাকরি প্রার্থী এবং দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য বিশেষ সুবর্ণ সুযোগ এটি। একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে বেশ কিছু শূন্যপদে নেওয়া হবে কর্মী। আপনি ব্যাংকের চাকরিতে আগ্রহী হয়ে থাকলে বিস্তারিত জেনে আবেদন করে ফেলুন, নিচে আলোচনা করা হয়েছে।
পদের নাম: একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। নিচে পদ গুলির নাম উল্লেখ করা হয়েছে।
Data Scientist
Data Analyst (Applied Mathematics)
Data Analyst (Applied Econometrics)
Data Analyst (TABM/HANK Models)
Information Technology
economic modelling)
Analyst (Credit Risk)
Analyst (Market Risk)
Analyst (Liquidity Risk)
Data Engineer
IT Security Expert
IT System Administrator- Department of Information Technology
IT Project Administrator- Department of Information Technology
Network Administrator
Economist (Macro – economic modelling)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশ করে থাকলে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পদ অনুযায়ী বিস্তারিত শিক্ষাগত যোগ্যতার বিবরন জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন
প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 23 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। পদ অনুযায়ী বিবরন অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা করা হয়েছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে দেওয়া অফিসিয়াল অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।
1. সবার প্রথমে নতুন রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেক্ষেত্রে নিজের নাম, বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রদান করুন।
2. রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। সেখানে নিজের যাবতীয় তথ্য দেবেন।
3. যেমন, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট ক্যাটাগরি, অভিভাবকের নাম ইত্যাদি দেবেন।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার সহ আরো গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট আপলোড করতে বললে এক এক করে আপলোড করুন।
5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 11/07/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদন এর লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE