রাজ্য স্বাস্থ্য বিভাগে Group-C বিভাগে অসংখ্য কর্মী নিয়োগ, যোগ্যতা উচ্চমাধ্যমিক | WB Health Recruitment 2022

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য বিভাগে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। মূলত বিভিন্ন প্রকার গ্রূপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের যেকোনো প্রান্ত থেকে নারী-পুরুষ নির্বিশেষে সবাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন এবং অনেক দিন যাবৎ চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে এই চাকরির জন্য অনায়সে আবেদন করতে পারেন। কোনো রকম আবেদন ফি ছাড়াই অতি সহজে অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করে আবেদন করা যাবে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। নিচে বিস্তারিত দেওয়া হলো, দেখে নিতে পারেন।



wb health group c recruitment 2022



নিয়োগকারী সংস্থা:

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (West Bengal Health and Family Welfare Samiti) এর তত্ত্বাবধানে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতি (District Health & Family Welfare Samiti) এর পক্ষ থেকে নিয়োগ করা হবে। 


পদের নাম:

যেসব Group-C পদে কর্মী নিয়োগ করা হবে তার বিবরণ নিচে দেওয়া হলো- 
  • Staff Nurse
  • Data Manager
  • Pharmacist
  • Care Coordinator
  • Laboratory Technician (ICTC)
  • Lab Technician (NUHM)

শিক্ষাগত যোগ্যতা:

  • Staff Nurse: যেকোনো স্বীকৃত সংস্থা থেকে আবেদনকারীকে B.SC Nursing কিংবা GNM কোর্স করতে হবে।

  • Data Manager: কমার্স বিভাগে স্নাতক পাস করে থাকতে হবে।

  • Pharmacist: Pharmacy তে ডিগ্রি কিংবা ডিপ্লোমা করে থাকতে হবে।

  • Care Coordinator: কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।

  • Laboratory Technician (ICTC): Medical Laboratory Technology তে স্নাতক পাস করতে হবে।

  • Lab Technician (NUHM): কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।


বয়সসীমা:

  • আবেদনকারীর বয়স 60 বছরের কম হতে হবে। শুধুমাত্র Lab Technician (NUHM) এর ক্ষেত্রে বয়স 40 বছরের নিচে হতে হবে।
  • SC/ST/OBC দের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।


বেতনক্রম:

  • Lab Technician (NUHM) এর ক্ষেত্রে বেতন 22000 টাকা মাসে।
  • Care Coordinator এর ক্ষেত্রে বেতন 6000 টাকা মাসে।
  • বাকি অন্যান্য পদের ক্ষেত্রে বেতন 13000 টাকা মাসে।

আবেদন প্রক্রিয়া:

আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনকারীকে আবেদনপত্র (Application Form) টি ভালো করে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে পূরণ করে তার সঙ্গে কিছু ডকুমেন্ট জুড়ে দিয়ে তা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে।


যেসব ডকুমেন্ট পাঠাতে হবে: 

আবেদন পত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট পাঠাতে হবে তা নিচে দেওয়া হলো- 
  • বয়সের প্রমাণস্বরূপ মাধমিকের এডমিট কার্ড 
  • ঠিকানার প্রমাণস্বরূপ ভোটার কিংবা আধার কার্ড 
  • সব রকম শিক্ষাগত মার্কশিট (মাধ্যমিক থেকে শুরু করে)
  • অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

Office of the CMOH & Secretary, District Health & Family Welfare Samiti, Purba Medinipur, Pin- 721636


আবেদনের সময়সীমা: 

আবেদন পাঠাতে পারবেন আগামী 09/02/2022 তারিখের মধ্যে।


আরও পড়ুন:


Official Notification: Click Here


Application Form: Click Here


Official Website: Click Here


পশ্চিমবঙ্গের আরো অন্যান্য সরকারি চাকরির খবর পেতে: এখানে ক্লিক করুন 

Leave a comment