রাজ্য বিডিও অফিসে সরাসরি গ্রুপ-সি নিয়োগ | WB Group C Recruitment 2022

আপনি কি সরকারি চাকরির খোঁজ করছেন এবং বেকার সমস্যায় ভুগছেন? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। রাজ্যে এবার BDO অফিস এর পক্ষ থেকে স্কুলের কাজ পরিদর্শন করতে গ্রুপ সি কর্মী নিয়োগ (Group C Recruitment 2022)। এখানে রাজ্যের প্রতিটি পুরুষ বা মহিলা সমানভাবে আবেদন যোগ্য। কোনো রকম আবেদন ফি ছাড়াই সরাসরি আবেদন করতে পারেন চাকরির জন্য। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

WB Group C Recruitment 2022

পদের নাম:

রাজ্যের বিডিও অফিসে মূলত স্কুলের কাজ তত্ত্বাবধানের জন্য গ্রুপ সি (Group C) কর্মী নিয়োগ করা হবে।

কীভাবে আবেদন করবেন?

প্রথমে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন টি ভালো করে পড়ে নিন। তারপর কম্পিউটার থেকে একটি প্রিন্ট আউট করে নিতে এবং সেটিকে নিজের সকল তথ্য দিয়ে ভালো করে পূরণ করুন। নিজের সব রকম প্রয়োজনীয় শিক্ষাগত ডকুমেন্ট গুলি আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে। যেহেতু অফলাইনের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে তাই অনলাইনে এগুলি আপলোড দেওয়ার দরকার নেই। সবার শেষে আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে।

কী কী ডকুমেন্ট দেবেন?

আবেদনপত্র দেওয়ার সময় তার সঙ্গে মূলত যেসব ডকুমেন্ট নিয়ে আসবেন –
1. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র 
3. আঁধার কিংবা ভোটার কার্ড
4. নিজের 2 কপি রঙিন পাসপোর্ট ফটো
5. PPO/Pension Documents
উপরের প্রত্যেকটি ডকুমেন্ট এর অরিজিনাল কপি সঙ্গে জেরক্স কপি নিয়ে আসতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার লিখিত পরীক্ষা নেওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। মূলত এই নিয়োগ হবে সম্পূর্ণ মেরিট এর ভিত্তিতে। আপনি কতটা যোগ্য সেটি ভালো করে যাচাই করে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে প্রথমে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের সার্বিক দিক যাচাইয়ের পর মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ পত্র প্রদান করা হবে।

বয়সসীমা:

এই পদে আবেদন করতে পারবেন মোটামুটি যেকোনো বয়েসের চাকরিপ্রার্থীরা। অর্থাৎ বয়সের ক্ষেত্রে তেমন কোনো সীমা নেই এখানে আবেদনের জন্য। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী 65 বছরের নিচে যেকোনো প্রার্থী এখানে আবেদনের যোগ্য।

শিক্ষাগত যোগ্যতা:

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেকোনো যোগ্যতার প্রার্থী বিশেষ করে সরকারি কর্ম এর সঙ্গে যুক্ত সরাসরি আবেদনের যোগ্য এখানে।

ইন্টারভিউয়ের দিনক্ষণ ও সময়:

আগামী 07/04/2022 তারিখে সকাল 11 টা থেকে ইন্টারভিউ (Walk-In-Interview) প্রক্রিয়া শুরু হবে। প্রার্থীদের তার আগেই ইন্টারভিউ কেন্দ্রে এসে উপস্থিত হতে হবে না হলে তারা ইন্টারভিউ দিতে পারবেন না।

ইন্টারভিউয়ের স্থান:

At the Office of The Block Development Officer,Khandaghosh Development Block, Sagrai,Pubra Bardhaman
নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টি ভালো করে দেখে নিতে পারেন।







পশ্চিমবঙ্গের আরও চাকরির খবর পেতে এখানে ক্লিক করুন



আপনি যদি প্রতিনিয়ত চাকরির খবরাখবর এবং চাকরির পরীক্ষা সংক্রান্ত নানান আপডেট পেতে চান তবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। 

Leave a comment