রাজ্যে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে সুপারভাইজার কর্মী নিয়োগ, যোগ্যতা উচ্চমাধ্যমিক | West Bengal Govt Recruitment 2022

যতই দিন যাচ্ছে বেড়েই চলেছে সরকারি চাকরি ক্ষেত্রে অশেষ প্রতিযোগিতা। একদিকে যেমন সরকারি চাকরি পর্যাপ্ত না থাকায় হাহাকার অন্যদিকে রাজ্যে দুর্বার গতি নিয়েছে বেকার সমস্যা। তার মধ্যেও রাজ্য সরকারের তত্ত্বাবধানে অনবরত ছোটো বড়ো বিভিন্ন চাকরির তথা নিয়োগের বিজ্ঞপ্তি পেয়ে চলেছে রাজ্য তথা জেলা লেভেলে। এবার রাজ্যের মাইনোরিটি তথা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের তরফে জারি হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। নিয়োগের উল্লেখযোগ্য বিশেষত্ব হচ্ছে, এখানে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আপনি চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তবে আর দেরি না করে জেনে নিন বিস্তারিত খুঁটিনাটি, নিচে আলোচনা করা হয়েছে। 

WB Govt Jobs 2022
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যের মাইনোরিটি তথা সংখ্যালঘু উন্নয়ন দপ্তর তথা WBMDFC এর পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এর মধ্য দিয়ে জেলা লেভেলে নেওয়া হচ্ছে কর্মী।
পদের নাম: রাজ্যের এই চাকরির নিয়োগ (WB Govt Job Recruitment 2022) এ নতুন ধরনের কর্মী নেওয়া হচ্ছে। এখানে মূলত এডুকেশন সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম রাখা হয়েছে। সেক্ষেত্রে আপনি যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে আপনার ন্যুনতম বয়স হতে হবে 20 বছর। এখানে সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
যেভাবে আবেদন জানাবেন: এখানে আপনাকে আগের থেকে কোনো রকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন আবেদন জানান।
1. সেক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের অ্যাপ্লিকেশন ফরম্যাট তথা BIO DATA সংগ্রহ করে নিন।
2. নিচে এই BIO DATA এর ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে একটি সাদা A4 সাইজের পেপারে বের করে নিন।
3. এবার নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে যত্ন সহকারে পূরণ করে ফেলুন এই ফর্মটি।
4. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দিন।
5. এবার BIO DATA ফর্মের একেবারে নিচের দিকে নিজের একটি সিগনেচার করুন। সঙ্গে দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো নিজের সঙ্গে রাখবেন।
6. সবার শেষে এগুলি নিয়ে একেবারে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে এসে ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট তথা আবেদন করুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. BIO DATA যেটি প্রিন্ট আউট করে ফিলাপ করেছেন
2. সকল রকম শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট তথা মার্কশিট
3. নিজের বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট কিংবা অন্য যেকোনো বৈধ প্রমাণপত্র
4. নিজের একটি অরিজিনাল ফটো আইডেনটিটি কার্ড (ভোটার তথা আধার কার্ড)
5. নিজের 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো
কর্মী নিয়োগ প্রক্রিয়া: কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরন করে কর্মী নিয়োগ করা হবে।
1. প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করার পর তাদের সরাসরি ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য।
2. সেখানে তাদের সাধারণ বিভিন্ন প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে।
3. পাশাপাশি প্রার্থীদের একটি কম্পিউটার টেস্ট এর মধ্য দিয়ে যেতে হবে।
4. এখানে তাদের সাধারণ কম্পিউটার জ্ঞান সঙ্গে টাইপিং দক্ষতা যাচাই করে নেওয়া হতে পারে।
5. সবার শেষে প্রার্থীদের সার্বিক পারফরম্যান্স এর ভিত্তিতে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
ইন্টারভিউয়ের ক্ষেত্র: Office of the West Bengal Minorities Development & Finance Corporation, AMBER, DD-27/E, Sector-1, Saltlake, Kolkata-700064
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 20/12/2022 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে। সকাল 11 টা থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ। এর অনেক আগেই আপনাদের ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যেতে হবে।
উল্লেখ্য, এখানে মূলত জেলা ভিত্তিক এবং জেলার সাব ডিভিশন এ নিয়োগ করা হচ্ছে। সংশ্লিষ্ট সাব ডিভিশন তথা জেলার বাসিন্দা হলে এখানে আবেদন জানাতে পারবেন।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সেখানেই নিয়োগের অ্যাপ্লিকেশন ফরম্যাট তথা BIO DATA দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ BIO DATA FORMAT: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment