রাজ্যে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী নন টিচিং পদে নিয়োগ, 57,000 টাকা বেতনে রাজ্যের যেকেউ যোগ্য | WB Govt Recruitment 2022

রাজ্যের বিশ্ববিদ্যালয় তথা ইউনিভার্সিটি এর পক্ষ থেকে এক অসাধারন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেসকল চাকরি প্রার্থী উচ্চ শিক্ষিত হয়ে ঘরে বসে রয়েছেন কিংবা চাকরি তথা কাজের অভাবে দীর্ঘ দিন থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য মূলত একটি সুবর্ণ সুযোগ এটি। রাজ্যের স্বনামধন্য ইউনিভার্সিটি তে বিভিন্ন নন টিচিং তথা টেকনিক্যাল পদে কর্মীদের নিযুক্ত করা হবে। নিয়োগের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেকেউ আবেদন জানাতে পারবেন। পুরুষ থেকে মহিলা যেকোনো প্রার্থী আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আসুন আর দেরি না করে বিস্তারিত জেনে নিই। Advertisement No. 03/2022-2023

WB Govt Jobs 2022
আবেদন পদ্ধতি: আবেদন জানাতে পারবেন মূলত অফলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন,
1. সবার প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো নিচে।
2. একটি সাদা A4 সাইজের পেপারে বের করে নিন এটি। সঙ্গে অনলাইন নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে সবার প্রথমে আবেদন ফি জমা দেবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে অ্যাকাউন্ট নম্বর ডিটেইলস দেওয়া হয়েছে। 
3. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে এই আবেদনপত্র পূরণ করে ফেলুন। সেক্ষেত্রে নিজের নাম, যে পদের জন্য আবেদন করছেন তার নাম, বিবরন, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
4. বৈধ এবং সক্রিয় একটি মোবাইল নম্বর এবং একটি ইমেইল আইডি দিতে হবে। সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করুন ফর্মে।
5. যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করুন। সঙ্গে আবেদন ফি জমা করার কাগজ (Application Fee Payment Receipt) প্রিন্ট আউট করে এর সঙ্গে যুক্ত করুন।
6. সবার শেষে এগুলি সব জমা করে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: রাজ্যের এই সরকারি নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. নিজের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
নিচে পদ অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হলো। সেক্ষেত্রে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং মাসিক বেতন ইত্যাদি দেওয়া হয়েছে।
পদের নাম – টেকনিক্যাল অফিসার – III
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে বিএসসি দের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আরো নানান বিকল্প যোগ্যতা রয়েছে যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জেনে নিতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: 40 বছর সর্বনিম্ন সীমা। এর উর্দ্ধে যেকেউ আবেদন এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: পে লেভেলে 14 অনুযায়ী নিয়োগের সঙ্গে সঙ্গে সর্বনিম্ন বেতন 1,44,200/- টাকা। সর্বোচ্চ 2,18,200/- টাকা অব্দি হতে পারে।
পদের নাম – টেকনিক্যাল অফিসার – I
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে বিএসসি দের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আরো নানান বিকল্প যোগ্যতা রয়েছে যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জেনে নিতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: 30 বছর সর্বনিম্ন সীমা। এর উর্দ্ধে যেকেউ আবেদন এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: পে লেভেলে 10 অনুযায়ী নিয়োগের সঙ্গে সঙ্গে সর্বনিম্ন বেতন 57,700/- টাকা। সর্বোচ্চ 1,82,400/- টাকা অব্দি হতে পারে।
পদের নাম – ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে ফিজিক্স এ বিএসসি করা প্রার্থীদের বিশেষ সুযোগ রয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বিকল্প আরো অন্যান্য যোগ্যতায় আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: 35 বছর সর্বনিম্ন সীমা। এর উর্দ্ধে যেকেউ আবেদন এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: পে লেভেলে 12 অনুযায়ী নিয়োগের সঙ্গে সঙ্গে সর্বনিম্ন বেতন 79,800/- টাকা। সর্বোচ্চ 2,11,500/- টাকা অব্দি হতে পারে।

পদের নাম – কো-অরডিনেটর 
শিক্ষাগত যোগ্যতা: আবেদনের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি ধারণ করে থাকতে হবে। সঙ্গে আরো কিছু যোগ্যতা থাকা দরকার। 
প্রার্থীর বয়সসীমা: 30 বছর সর্বনিম্ন সীমা। এর উর্দ্ধে যেকেউ আবেদন এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: পে লেভেলে 10 অনুযায়ী নিয়োগের সঙ্গে সঙ্গে সর্বনিম্ন বেতন 57,700/- টাকা। সর্বোচ্চ 1,82,400/- টাকা অব্দি হতে পারে।
পদের নাম – প্রোজেক্ট অফিসার
শিক্ষাগত যোগ্যতা: ভালো অ্যাকাডেমিক মার্কস থাকার পাশাপাশি মাস্টার ডিগ্রি অর্জন করে থাকতে হবে। আরো বিকল্প যোগ্যতায় আবেদন করা যাবে।
মাসিক বেতন: পে লেভেলে 10 অনুযায়ী নিয়োগের সঙ্গে সঙ্গে সর্বনিম্ন বেতন 57,700/- টাকা। সর্বোচ্চ 1,82,400/- টাকা অব্দি হতে পারে।
আবেদন পাঠানোর ঠিকানা: The Office of the Registrar, The University of Burdwan, Golden Jubilee Building, Nurse Quarter More, Purba Bardhaman-713104, West Bengal, India
আবেদনের সময়সীমা: আগামী 18/10/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন এবং পোস্ট অফিসের মাধ্যমে কিংবা কুরিয়ার করে আপনার আবেদনপত্র পৌঁছে দিন।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে সেখানেই আবেদনপত্র দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE WB GOVT JOB: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment