রাজ্যে প্রাণী ও মৎস্য বিজ্ঞান কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, বেতন 35000 টাকা | WBUAFS Recruitment 2022

পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। রাজ্যে এবার পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (WBUAFS) এর অধীনে কর্মী নেওয়া হবে। এখানে মূলত গ্রুপ সি বিভাগে কর্মী নিয়োগ (WB Group-C Recruitment 2022) করা হবে। আপনি যদি দীর্ঘদিন যাবৎ একটি ভালো সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন এবং বেকার সমস্যায় জর্জরিত তবে একদম সঠিক জায়গায় এসেছেন আপনি। এখানে রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং পুরুষ কিংবা মহিলা নির্বিশেষে যেকেউ সরাসরি আবেদন জানাতে পারবেন। এবং নিয়োগের সব থেকে বড় বিশেষত্ব হলো, এখানে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না, প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী পদে নিযুক্ত করা হবে।

WBUAFS Recruitment 2022

নিয়োগকারী সংস্থা:
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (WBUAFS) এর অধীনে এই কর্মী নেওয়া হচ্ছে। রাজ্যের 23 টি জেলা থেকে পুরুষ কিংবা মহিলা যেকোনো প্রার্থী এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
কীভাবে আবেদন জানাবেন?
আবেদনপত্র পূরণ করে সেটি ইমেল করে পাঠিয়ে এখানে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন,
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র ডাউনলোড করে নিন।
2. আবেদনপত্র ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে সাদা A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে বের করে নেবেন।
3. তারপর নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে এটি ভালো করে পূরণ করবেন।
4. সেক্ষেত্রে নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
5. তারপর নিজের গুরুত্বপূর্ণ যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এই আবেদনপত্রের সঙ্গে জুড়ে দেবেন।
6. সঙ্গে একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে দেবেন এবং একটি সিগনেচার করবেন।
7. এরপর এগুলি সব ফটো কিংবা স্ক্যান করে PDF FORMAT তৈরি করে তা নির্দিষ্ট ইমেল আইডি তে নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠিয়ে দিন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
রাজ্যের এই সরকারি চাকরির নিয়োগ (WB Govt Job Recruitment 2022) এ আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে
2. নিজের সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড ইত্যাদি
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
আগেই বলা হয়েছে যে, এখানে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কয়েকটি ধাপের মধ্য দিয়ে কর্মী পদে নিযুক্ত করা হবে,
1. সেক্ষেত্রে আবেদন জমা পড়ার পর প্রার্থীদের শর্ট লিস্টিং এর মাধ্যমে বাছাই করে তাদের নাম নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ প্রকাশ করে দেওয়া হবে।
2. তারপর সেইসব শর্ট লিস্টেড প্রার্থীদের ফোন কল ও WhatsApp এর মাধ্যমে ইন্টারভিউয়ের দিনক্ষণ ও স্থান জানিয়ে দেওয়া হবে।
3. এরপর প্রার্থীদের সংশ্লিষ্ট দিনে ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যেতে হবে।
4. সেখানে তাদের সাধারণ কিছু প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে।
5. তারপর প্রার্থীদের নিয়ে একটি মেরিট লিস্ট তথা মেধা তালিকা তৈরি করা হবে।
6. সবার শেষে এই মেধা তালিকা অনুযায়ী প্রার্থীদের ডেকে সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে।
মাসিক বেতন:
কর্মীদের এখানে নিযুক্ত করার পর মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে। চাকরিতে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন 35,000/- টাকা থেকে শুরু হবে।
পদের নাম:
পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (WBUAFS) এর অধীনে এই কর্মী নিয়োগের চাকরিতে মূলত গ্রুপ সি কর্মী নিয়োগ (WB Group-C Recruitment 2022) করা হচ্ছে। তার মধ্যে প্রধানত ইয়াং প্রফেশনাল গ্রেড 2 পদে কর্মী নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:
এখানে আবেদন জানাতে চাইলে আপনাকে MFSc ডিগ্রি ধারণ করতে হবে। তথা লাইফ সাইন্স এ মাস্টার ডিগ্রি কিংবা Fisheries/ Microbiology/ Biochemistry এগুলো তে মাস্টার ডিগ্রি করা থাকলেই চলবে।
প্রার্থীর বয়সসীমা:
আপনি যদি এখানে আবেদন জানাতে চান তবে বয়েসের ক্ষেত্রে কোনো রকম বাঁধা সীমা নেই এখানে। পুরুষদের বয়সের সর্বোচ্চ সীমা 35 বছর এবং মহিলাদের ক্ষেত্রে 40 বছর রাখা হয়েছে। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বিশেষ ছাড় দেওয়া হবে।
ইমেল ঠিকানা:
নিম্নলিখিত ইমেল ঠিকানায় পাঠাতে পারবেন আবেদন,
dref.wbuafs@gmail.com
abrahamtj1@gmail.com
আবেদনের সময়সীমা:
এখানে আগামী 23/07/2022 তারিখের মধ্যে আপনি আপনার আবেদন পাঠাতে পারবেন। সেক্ষেত্রে উল্লিখিত তারিখের মধ্যে উল্লিখিত ইমেল ঠিকানায় পাঠাতে হবে আপনার আবেদন।
ইন্টারভিউয়ের দিনক্ষণ ও সময়:
আগামী 27/07/2022 তারিখে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এবং আগামী 29/07/2022 তারিখে প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। 
দুপুর 12 টা থেকে শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রক্রিয়া। তার অনেক আগেই আপনাকে ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যেতে হবে।
ইন্টারভিউয়ের ঠিকানা:
Farmers Hostel, Directorate of Research, Extension and Farms, WBUAFS, Belgachia, Kolkata – 700037
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। অফিসিয়াল নোটিফিকেশন এর মধ্যেই নিয়োগের আবেদনপত্র পেয়ে যাবেন। সঙ্গে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া হলো।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE WB GOVT JOB: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment