রাজ্যের DM Office এ মাসিক 15000 টাকা বেতনে Group-C কর্মী নিয়োগ | Rupashree Prakalpa Recruitment 2022

পশ্চিমবঙ্গে চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। রাজ্যে মূলত গ্রূপ-সি (Group-C) পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের বাসিন্দা এবং নারী-পুরুষ নির্বিশেষে যেকেউ এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রধানত রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেট অফিসের পক্ষ থেকে রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa) এ নানানা গ্রূপ-সি কর্মী নেওয়া হবে। আপনি যদি সরকারি চাকরির  তবে এটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো, দেখে আবেদন করে নিতে পারেন।



rupashree prakalpa recruitment 2022



নিয়োগকারী সংস্থা: 

পশ্চিমবঙ্গ রাজ্যে মূলত রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa) এর আওতায় কর্মী নিয়োগ করা হবে।


পদের নাম:

প্রধান দুটি পদে গ্রূপ-সি কর্মী নিয়োগ করা হবে। যথা- 
  • একাউন্টেন্ট (Accountant)
  • ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)

শিক্ষাগত যোগ্যতা:

একাউন্টেন্ট (Accountant):

  • যেকোনো ইউনিভার্সিটি থেকে কমার্স বিষয়ে স্নাতক পাস করতে হবে।
  • কম্পিউটারের কাজে বিশেষ জ্ঞান বিশেষ করে MS OFFICE এর কাজ জানতে হবে।

ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator):

  • যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস।
  • কম্পিউটারের কাজে বিশেষ জ্ঞান বিশেষ করে MS OFFICE এর কাজ জানতে হবে।

বয়সসীমা:

দুটি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 40 বছরের নিচে থাকতে হবে।


বেতনক্রম:

  • একাউন্টেন্ট (Accountant): 15000 টাকা মাসে।
  • ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator): 11000 টাকা মাসে। 


নিয়োগ প্রকিয়া:

তিনটি ধাপের মধ্য দিয়ে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। যথা- 
  • লিখিত পরীক্ষা 
  • কম্পিউটার টেস্ট 
  • ইন্টারভিউ 


আবেদন প্রক্রিয়া:

আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে আবেদন করে নিতে হবে। আবেদনের সময় আবেদনকারীকে নিজের পাসপোর্ট ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে।  


আবেদেনের সময়সীমা:

Rupashree Prakalpa এর গ্রূপ-সি চাকরির জন্য আবেদন করতে পারবেন আগামী 28/02/2022 তারিখের মধ্যে।


Official Notification: Click Here


Apply Online: Click Here


Official Website: Click Here





Leave a comment