রাজ্যের 23 জেলা থেকে সরাসরি গ্রুপ- ডি কর্মী নিয়োগ | WB Group D Recruitment 2022 | WB Govt Job 2022

পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য এক বিরাট নিয়োগের সুখবর রয়েছে। রাজ্যে ফের গ্রুপ- ডি নিয়োগ (Group D Recruitment 2022) এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারি চাকরি (WB Govt 2022) করতে চান তবে একদম সঠিক জায়গায় এসেছেন। রাজ্যে শতাধিক পদে কর্মী নিয়োগ করা হবে মূলত রাজ্যের পৌরসভা (Municipality) তে এবং রাজ্যের 23 জেলা থেকে যেকেউ এই চাকরিতে আবেদন করতে পারবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

WB Group D Recruitment 2022

নিয়োগকারী সংস্থা: 

মূলত পশ্চিমবঙ্গ পৌরসভা সার্ভিস কমিশন তথা West Bengal Municipal Service Commission (WBMSC) এর পক্ষ থেকে এই নিয়োগের আয়োজন করা হবে।

পদের নাম:

WBMSC Recruitment 2022 এর মাধ্যমে রাজ্যে গ্রুপ- ডি (Group D) পদে কর্মী নিয়োগ করা হবে। মূলত যে নির্দিষ্ট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তার নাম হলো মজদুর।

শিক্ষাগত যোগ্যতা:

পৌরসভা নিয়োগ এ আবেদন করতে তেমন কোনো বিরাট শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলবে। অর্থাৎ ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা নিয়েও আপনি এখানে আবেদন করতে পারবেন। অষ্টম কিংবা মাধ্যমিক পাস হলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা:

পশ্চিমবঙ্গ পৌরসভা চাকরিতে আবেদন করতে গেলে আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। এবং সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। 
SC/ST see বয়সে 5 বছরের এবং OBC দের 3 বছরের ছাড় দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া:

নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। WB GOVT JOB 2022 এর এই চাকরিতে নিয়োগ করা হবে সরাসরি। শুধুমাত্র ইন্টারভিউ এবং কাজ সম্পর্কিত কয়েকটি সাধারণ যাচাই এর পর প্রার্থীদের বাছাই করে নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process Step by Step):

West Bengal Municipal Service Commission (WBMSC) এর এই নিয়োগ (WBMSC Recruitment 2022) এ আবেদন করতে পারবেন নিম্নলিখিত কয়েকটি ধাপের মধ্য দিয়ে।
Step-1: সর্বপ্রথম ভালো করে নিয়োগের (Food Safety Officer Recruitment 2022) অফিসিয়াল নোটিফিকেশন টি পড়ে নিন।
Step-2: নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করুন রেজিস্ট্রেশন করে নিতে।
Step-3: নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন ফর্ম টি ভালো করে ও যত্ন সহকারে পূরণ করুন।
Step-4: নিজের যাবতীয় ডকুমেন্ট গুলি আপলোড করে দিন ভালো ভাবে। 
Step-5: WBMSC Recruitment 2022 এ আবেদনের জন্য আবেদন ফি জমা করুন।
Step-6: সবার শেষে সাবমিট করে ফর্ম ফিলাপ এর কাজ সম্পন্ন করুন এবং Online Apply হয়ে যাওয়ার পর প্রিন্ট আউট করে সঙ্গে রাখুন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে গ্রুপ- সি কর্মী নিয়োগ

আবেদনে প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents to Apply Online)

আবেদনের সময় নিম্নলিখিত ডকুমেন্ট গুলি সঙ্গে রাখুন।
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. সব শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
3. অষ্টম শ্রেণী পাশের মার্কশিট / মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
4. উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট (যদি থাকে তো)
5. স্নাতক পাশ এর মার্কশিট ও সার্টিফিকেট (যদি থাকে তো)
6. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে তো)
7. ভোটার কিংবা আঁধার কার্ড
8. অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে তো)
9. নিজের রঙিন পাসপোর্ট ফটো

শূন্যপদ সংখ্যা:

পশ্চিমবঙ্গ পৌরসভা নিয়োগ (WBMSC Recruitment 2022) এর Group D Recruitment 2022 এ আপাতত সব মিলিয়ে 104 টি শূন্যপদে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে।
নিচে আরও সবিস্তারে জানতে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, দেখে নিতে পারেন।


পশ্চিমবঙ্গের আরও চাকরির খবর দেখেতে এখানে ক্লিক করুন।



প্রতিনিয়ত চাকরির খবরাখবর এবং গুরুত্বপূর্ণ পরীক্ষার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।
 

Leave a comment