পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রাজ্যের ব্লকে ব্লকে এক সুবর্ণ চাকরির সুযোগ। আপনি যদি রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হয়ে দীর্ঘ দিন যাবৎ সরকারি চাকরির খোঁজে খোঁজে দিশেহারা হয়ে পড়েছেন, তবে একদম সঠিক স্থানে এসেছেন। রাজ্যের জেলা ব্লক অফিসের আওতায় গ্রুপ সি সুপারভাইজার নিয়োগ শুরু হলো। এখানে রাজ্যের পুরুষ কিংবা মহিলা যেকোনো প্রার্থী চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সব থেকে বড় কথা হলো কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই প্রার্থীদের একদম সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী পদে নিযুক্ত করা হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো, জানতে আমাদের সঙ্গে থাকুন।
কীভাবে আবেদন জানাবেন?
আগের থেকে কোনো রকম আবেদনপত্র জমা দিতে হবে না এখানে। একেবারে ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র ও ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউয়ের জন্য আবেদন জানাতে পারবেন।
1. সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে নিয়োগের আবেদনপত্রটি সংগ্রহ করে নিতে হবে। এটি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যেই থাকবে।
2. এটি একটি সাদা A4 সাইজের পেপারে বের করে নিন। তারপর নিজের সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করুন এটি।
3. নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দিতে হবে।
4. সঙ্গে নিজের একটি সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রদান করবেন। নিয়োগের সব আপডেট এর মাধ্যমেই দেওয়া হবে আপনাকে।
5. তারপর নিজের গুরুত্বপূর্ণ শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট গুলি ভালো করে জেরক্স ও Self Attested করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করবেন।
6. সঙ্গে নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার দিতে হবে এখানে।
7. সবার শেষে এগুলি সব একটি খামের মধ্যে ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নিয়ে ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যেতে হবে এবং ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
রাজ্যের এই ব্লক লেভেলের সুপারভাইজার পদের নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট সঙ্গে রাখবেন,
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যেমন,
3. মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট
4. উচ্চমাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট
5. স্নাতক পাশের সার্টিফিকেট যদি থাকে
6. আইডি কার্ড তথা বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড কিংবা প্যান কার্ড
7. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
8. লাস্ট পে সার্টিফিকেট
9. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে এখানে,
1. সেক্ষেত্রে আপনারা ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করার পর আপনাদের সবার এক এক করে ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে।
2. ইন্টারভিউয়ে নানান সাধারণ প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি টেস্ট করে প্রার্থীদের সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে।
3. প্রার্থীদের পারফরম্যান্স এর ওপর ভিত্তি করে নম্বর প্রদান করা হবে।
4. সঙ্গে তাদের শিক্ষাগত যোগ্যতা তথা অ্যাকাডেমিক মার্কস এর আগে রয়েছে নম্বর।
5. সবার শেষে প্রাপ্ত এই নম্বরের ভিত্তিতে তৈরি করে নেওয়া হবে একটি মেরিট লিস্ট তথা মেধা তালিকা।
6. এবং এই মেরিট লিস্টের ওপর ভিত্তি করেই প্রার্থীদের সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে।
পদের নাম:
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (Govt of West Bengal) এর তত্ত্বাবধানে রাজ্যের জেলা ব্লক অফিসে মূলত গ্রুপ সি পদে কর্মী নিয়োগ (WB Group-C Recruitment 2022) করা হচ্ছে। এই গ্রুপ সি বিভাগের অধীনে প্রধানত গ্রুপ সি সুপারভাইজার এবং অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:
রাজ্যের যেকোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে প্রার্থীর কোনো পূর্ব সরকারি কাজের অভিজ্ঞতা কিংবা সে রিটায়ার্ড কর্মী হলে, নিয়োগে বিশেষ অগ্রাধিকার পাবেন।
প্রার্থীর বয়সসীমা:
পশ্চিমবঙ্গের এই সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বিশেষ কোনো বাঁধা সীমা নেই। প্রার্থীরা যেকেনো বয়সের হলেই চাকরি ক্ষেত্রে আবেদনের যোগ্য, শুধুমাত্র বয়স হতে হবে 63 বছরের নিচে।
ইন্টারভিউয়ের দিনক্ষণ ও সময়:
আগামী 18/06/2022 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে। সকাল 11:30 থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। এর আগেই আপনাকে ইন্টারভিউ কেন্দ্রে গিয়ে ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করতে হবে।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। সঙ্গে অফিসিয়াল নোটিফিকেশন এর মধ্যেই নিয়োগের আবেদনপত্র দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে বের করে নেবেন। নোটিফিকেশনের মধ্যে ইন্টারভিউয়ের ক্ষেত্র উল্লেখ করা হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE WB GOVT JOB: CLICK HERE