মাধ্যমিক পাশে রাজ্যে বিদ্যুৎ বিভাগে গ্রুপ-ডি কর্মী নিয়োগ | Electricity Department Recruitment 2022

আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় কোনো সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। বিদ্যুৎ বিভাগে বেশ কিছু গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে রাজ্যের যেকোনো প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকোনো প্রার্থী সরাসরি চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আপনি যদি দীর্ঘ দিন যাবৎ সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন এবং বেকার সমস্যায় ভুগছেন তবে এটি আপনার জন্য এক দুর্দান্ত সুযোগ সরকারি চাকরি হাতের মুঠোয় করে নেওয়ার। নিচে বিস্তারিত আলোচনা করা হলো, এখনি দেখে আবেদন করে নিন।

Electricity Department Group-D Recruitment 2022

নিয়োগকারী সংস্থা:
Eectronics Corporation of India Limited তথা ECIL এর পক্ষ থেকে রাজ্য তথা দেশ জুড়ে এই নিয়োগ সম্পন্ন হবে। আপনি যদি রাজ্যের যেকোনো জেলা কিংবা প্রান্তের একজন স্থায়ী বাসিন্দা হলেই এখানে চাকরির জন্য আবেদন করে নিতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা:
এই বিদ্যুৎ বিভাগের গ্রুপ-ডি কর্মী পদে চাকরির জন্য আবেদন করতে চাইলে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে আইটিআই কোর্স করা প্রার্থীদের নিয়োগ ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর বয়সসীমা:
সরকারি এই গ্রুপ ডি কর্মী নিয়োগ (Group-D Recruitment 2022) এর চাকরিতে আবেদন এর ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে 28 বছর। এছাড়াও রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।
পদের নাম:
বিদ্যুৎ বিভাগের এই নিয়োগে মূলত গ্রুপ ডি লেভেল এর কর্মী নিয়োগ করা হবে। প্রধানত যেসব নির্দিষ্ট ধরনের পদে এই কর্মী নিয়োগ হচ্ছে সেগুলি হলো,
Electronic Mechanic, Fitter, Electrician, Machinist, Turner ইত্যাদি।
কীভাবে আবেদন করবেন?
বিদ্যুৎ দপ্তরের এই গ্রুপ ডি নিয়োগে অনলাইনের মাধ্যমে কয়েকটি ধাপে খুব সহজেই আবেদন জানাতে পারবেন,
1. সেক্ষেত্রে আপনাকে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে নিজের যাবতীয় সকল তথ্য দিয়ে।
2. নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
3. সঙ্গে একটি বৈধ ও স্থায়ী মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রদান করতে হবে।
4. তারপর নিজের যাবতীয় কিছু ডকুমেন্ট আপলোড করে দেবেন এক এক করে।
5. সঙ্গে নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো (100kb এর মধ্যে) এবং একটি সিগনেচার (50kb এর মধ্যে) আপলোড করতে হবে।
6. সবার শেষে আবেদন ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করার পর আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে
2. মাধ্যমিকের মার্কশিট
3. মাধ্যমিকের সার্টিফিকেট
4. ITI কোর্স এর সার্টিফিকেট
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে
7. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
কীভাবে কর্মী নিয়োগ করা হবে?
নিম্নলিখিত কয়েকটি ধাপের মধ্য দিয় এই বিদ্যুৎ বিভাগের কর্মী পদের নিয়োগ (Electricity Department Recruitment 2022) করা হবে,
1. প্রার্থীদের আবেদন জমা পড়ার পর তাদের সবার প্রথমে ডেকে নেওয়া হবে একটি লিখিত পরীক্ষার জন্য।
2. এখানে যারা পাশ করবেন তারা ডাক পাবেন পরবর্তী ট্রেড টেস্ট এর জন্য।
3. প্রার্থীদের সার্বিক পারফরম্যান্স এর ভিত্তিতে যাচাই করে একটি মেরিট লিস্ট তথা মেধা তালিকা তৈরি করা হবে।
4. সবার শেষে তাদের ডেকে সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদনের সময়সীমা:
আগামী 25/06/2022 তারিখের মধ্যে আপনি এখানে অনলাইনের মাধ্যমে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। 
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE 

Leave a comment