আপনি কি ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এবার শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় জারি হয়েছে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে আইটিবিপি তথা Indo-Tibetan Border Police Force (ITBP) এর তরফে গ্রুপ সি লেভেলের পদে কর্মী নেওয়া হবে। আপনিও চাইলে খুবই সহজে অনলাইনের মাধ্যমে জানাতে পারবেন আবেদন। বিস্তারিত বিবরন নিম্নরূপ।
পদ – গ্রুপ-সি কনস্টেবল
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: এখানে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 21 বছর। সর্বোচ্চ 27 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
কীভাবে আবেদন করবেন: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদন এর লিঙ্ক- https://recruitment.itbpolice.nic.in/ এটি ভিজিট করুন।
1. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করে নিন এক এক করে।
2. অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে অবশ্যই নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন
3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আরো কিছু ডকুমেন্ট আপলোড করতে বললে এক এক করে আপলোড করে দিন।
5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের প্রিন্ট আউট কপি সঙ্গে রাখবেন।
আবেদন ফি: নিয়োগে আবেদনের ক্ষেত্রে 100 টাকা আবেদন ফি বাবদ জমা করতে হবে। SC/ST/Ex-Servicemen প্রার্থীদের কোনো রকম আবেদন ফি দিতে হবে না।
পদের বিবরণ ও শূন্যপদ: ITBP এর এই নিয়োগের গ্রুপ সি লেভেলের পদে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে কনস্টেবল (ড্রাইভার) পদে নেওয়া হবে কর্মী। এখানে মোট 458 টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। উপরোক্ত শিক্ষাগত যোগ্যতা থাকার পাশাপাশি আপনার সংশ্লিষ্ট ক্ষেত্রে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার।
আবেদনের সময়সীমা: আগামী 27/06/2023 তারিখ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই আবেদন চলবে আগামী 26/07/2023 তারিখ পর্যন্ত।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE/ APPLY ONLINE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: CLICK HERE