চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো ভারতীয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India) এর তরফ থেকে। আপনি রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা হোন না কেন এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নারী-পুরুষ নির্বিশেষে যেকেউ SBI এর এই চাকরিতে আবেদনের যোগ্য। আপনি যদি স্নাতক পাস করে থাকেন এবং সরকারি ব্যাংকের চাকরির খোঁজ করছেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। আবেদনের বিস্তারিত খুঁটিনাটি নিচে দেওয়া হলো, দেখে আবেদন করে নিতে পারেন।
নিয়োগকারী সংস্থা:
ভারতীয় স্টেট ব্যাঙ্ক / State Bank of India তথা SBI এর পক্ষ থেকে নিয়োগ করা হবে।
পদের নাম:
প্রধান 2 প্রকার পদে কর্মী নিয়োগ করা হবে। যথা-
- Assistant Manager (Network Security Specialist)
- Assistant Manager (Routing & Switching)
শূন্যপদ:
2 প্রকার পদ মিলিয়ে সর্বমোট 48 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
- Assistant Manager (Network Security Specialist)-15
- Assistant Manager (Routing & Switching)- 33
শিক্ষাগত যোগ্যতা:
2 টি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত সংস্থা তথা ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা Graduation পাস হতে হবে।
বয়সসীমা:
SBI এর এই চাকরিতে আবেদনের জন্য 2 টি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 40 বছরের নিচে।
নিয়োগ প্রক্রিয়া:
2 টি পদের ক্ষেত্রেই প্রধান 2 টি ধাপের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। যথা-
- লিখিত পরীক্ষা (Written Exam)
- ইন্টারভিউ (Interview)
বেতনক্রম:
2 টি পদের ক্ষেত্রেই মাসিক বেতনের ধরণ সমান। যথা-
- Basic: 36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840
- (Salary and perks as per Bank’s salary structure)
আবেদন প্রক্রিয়া:
- মূলত অনলাইনের মাধ্যম SBI এর এই চাকরির জন্য আবেদন করতে হবে।
- আবেদনের জন্য আবেদনকারীর একটি বৈধ E-mail ID থাকতে হবে।
- ইমেল এর সহায়তায় নিজের পাসপোর্ট ফটো এবং সিগনেচার আপলোড করে আবেদন ফি জমা দেওয়ার মাধ্যমে একটি রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড দেওয়া হবে SBI এর অফিশিয়াল ওয়েবসাইট এর পক্ষ থেকে।
- তারপর সেই রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড এর সাহায্যে লগ ইন করে আবেদনকারীকে নিজের যাবতীয় বিভিন্ন তথ্যাদি দিয়ে আবেদন করে নিতে হবে।
- আবেদনের সময় আবেদনকারীকে তার নিজের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
আবেদনের সময় আবেদনকারীকে যেসব ডকুমেন্ট আপলোড করতে হবে-
- নিজের একটি CV তথা Resume
- ID Proof হিসাবে যেকোন একটি বৈধ ডকুমেন্ট
- জন্ম তারিখের প্রমাণপত্র হিসাব মাধ্যমিকের এডমিট কার্ড
- শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সারটিফিকেট
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
আবেদনের সময়সীমা:
SBI এর এই চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 25/02/2022 তারিখের মধ্যে।
Read More: WBPSC Recruitment 2022: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে উচ্চ বেতনে কর্মী নিয়োগ, শীঘ্রই আবেদন করুন
Official Notification: Click Here
Official Website: Click Here