বিরাট সুখবর! রাজ্যের প্রাথমিক স্কুলে ফের জারি হলো শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। কারা আবেদনের যোগ্য? কত শূন্যপদ? জানুন বিস্তারিত | WB Teacher Recruitment 2022

রাজ্যে শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। পশ্চিমবঙ্গের স্কুলে বিভিন্ন বিষয়ের ওপর নানান বিভাগে অসংখ্য শিক্ষক নিয়োগ করা হবে। আপনি যদি স্নাতক পাস করে সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন, তবে একদম সঠিক জায়গায় এসেছেন। আপনার যদি শিক্ষতার কাজ করতে ভালো লাগে তবে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলে মূলত বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করা হবে। নিচে আবেদন সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো, শীঘ্রই আবেদন করে নিন।


wb teacher recruitment 2022

পদের নাম:

মূলত সহকারী শিক্ষক (Assistant Teacher) পদে নিয়োগ করা হবে। প্রধানত যেসব বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে-

  • প্রাথমিক শিক্ষক (Primary Teacher / PRT)
  • পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (Post-Graduate Teacher / PGT)
  • ট্রেনড-গ্র্যাজুয়েট টিচার (Trained-Graduate Teacher / TGT) 

শিক্ষাগত যোগ্যতা:

প্রাথমিক শিক্ষক:

  • যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে 50% নম্বরসহ স্নাতক পাস করতে হবে।
  • সঙ্গে B.ED করা থাকতে হবে।
  • পাশাপাশি আবেদনকারীকে প্রাথমিক স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার:

  • আবেদনের উক্ত বিষয়ে 50% নম্বরসহ স্নাতকোত্তর ডিগ্রি করা থাকতে হবে।
  • সঙ্গে B.ED করা থাকতে হবে।
  • এবং উচ্চমাধ্যমিক স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।

ট্রেনড-গ্র্যাজুয়েট টিচার:

  • 50% নম্বরসহ স্নাতকোত্তর ডিগ্রি।
  • B.ED করা থাকতে হবে।
  • মাধ্যমিক স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
 

বিষয় (Subject):

বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে।  যথা-

প্রাথমিক শিক্ষক:

English, Science, Mathematics, EVS/Social Science, Hindi, Sanskrit, Bengali, Computer Science, Music, Dance, Painting, Physical Education. Wellness Teacher, Special Educator, Librarian.

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার:

English, Physics, Chemistry, Mathematics, Biology, History, Geography, Political Science, Hindi, Commerce, Economics, Computer Science, Psychology, Sociology, Physical Education & Painting

ট্রেনড-গ্র্যাজুয়েট টিচার:

English, Science,
Mathematics, Social Science,
Hindi, Sanskrit, Bengali,
Computer Science, Music,
Dance, Painting & Physical
Education.


বয়সসীমা:

যেকনো পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 35 বছরের নিচে।


নিয়োগ প্রক্রিয়া: 

প্রধান দুটি ধাপের মধ্য দিয়ে প্রার্থী বাছাই করে শিক্ষক নিয়োগ করা হবে। যথা- 
  • লিখিত পরীক্ষা 
  • ইন্টারভিউ 

আবেদন প্রক্রিয়া: 

এই শিক্ষক পদে আবেদন করতে হবে মূলত অনলাইনের মাধ্যমে। আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিজের যাবতীয় নানান তথ্য দিয়ে এবং কিছু ডকুমেন্ট আপলোড করে আবেদন করে নিতে হবে।



আবেদনের সময়সীমা:

এই শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) এর জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন  আগামী 23/02/2022 তারিখের মধ্যে।



Official Notification: Click Here


Apply Online: Click Here


Official Website: Click Here


      Leave a comment