রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য প্রকাশ পেলো এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গে রেশমবন্ধু পদে পদে করা হবে নিয়োগ। ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের যেকোনো প্রান্ত থেকে পুরুষ-মহিলা যেকেউ আবেদনের যোগ্য। মূলত রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পের আওতায় এই রেশমবন্ধু নিয়োগ করা হবে। অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার মাধ্যমে অনায়াসেই আবেদন করে নিতে পারবেন। আপনি যদি এই চাকরির জন্য আগ্রহী হয়ে থাকেন তবে নিচে বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো, দেখে আবেদন করে নিতে পারেন।
নিয়োগকারী সংস্থা
রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা (RKVY) এর আওতায় পশ্চিমবঙ্গের এক জেলায় এই রেশমবন্ধু নিয়োগ করা হবে।
পদের নাম
রেশমবন্ধু (Reshambandhu) পদে নিয়োগ করা হবে|
শিক্ষাগত যোগ্যতা
- এই পদে আবেদন করতে আবেদনকারীকে ন্যুনতম মাধ্যমিক পাশ করতে হবে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে।
- সঙ্গে রেশমচাষ এর ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স হতে হবে 25-35 বছরের মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া
আবেদনকারীর আবেদনপত্র তথা শিক্ষাগত যোগ্যতা যাচাই করে ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ কর হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে কিনা সেব্যাপারে পরবর্তীতে জানানো হবে।
আবেদন প্রকিয়া
আবেদনকারীকে আবেদনপত্র তথা Application Form টি ভালো করে পূরণ করতে হবে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে। এর সঙ্গে যাবতীয় নানান ডকুমেন্ট জুড়ে দিতে হবে।
যেসব ডকুমেন্ট দিতে হবে-
- আধার কার্ড
- ভোটার কার্ড
- মাধ্যমিক পাশের মার্কশিট
- বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড
Official Notification: Click Here
Application Form: Click Here
Official Website: murshidabad.gov.in