পশ্চিমবঙ্গ রেলে Group-D পদে শতাধিক কর্মী নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতায় | Indian Railway Recruitment 2022 West Bengal

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। রাজ্যের রেল  বিভাগে অসংখ্য শূন্যপদে গ্রূপ-ডি কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি মাধ্যমিক পাশ করে সরকারি চাকরির খোঁজে থাকেন তবে এটি আপনার জন্য এক সুন্দর সুযোগ রেল বিভাগে চাকরি করবার। রাজ্যের যেকোনো প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ এই চাকরির জন্য অনায়সে আবেদন করতে পারবেন। আপনি যদি এই চাকরিতে আগ্রহ প্রকাশ করেন তবে নিচে বিস্তারিত দেওয়া হলো, দেখে নিতে পারেন।


indian railway recruitment 2022 west bengal

নিয়োগকারী সংস্থা 

ভারতীয় রেল (Indian Railways) এর তত্ত্বাবধানে Metro Railway Kolkata এর পক্ষ থেকে প্রধানত Group-D পদে কর্মী নিয়োগ করা হবে।


পদের নাম ও শূন্যপদ 

মূলত যেসব Group-D পদে কর্মী নিয়োগ করা হবে তা নিচে দেওয়া হলো। সঙ্গে প্রতিটি পদের শূন্যপদের সংখ্যা পদের পাশে দেওয়া হলো- 

  • ফিটার (Fitter) – 64
  • ইলেক্ট্রিসিয়ান (Electrician)- 19
  • মেশিনিস্ট (Machinist)- 07
  • ওয়েল্ডার (Welder)- 07
  • প্লাম্বার (Plumber)- 07


শিক্ষাগত যোগ্যতা 

  • এই চাকরির জন্য আবেদন করতে আবেদনকারীকে কমপক্ষে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
  • সঙ্গে আবেদনকারীকে ITI পাশ করে থাকতে হবে কিছু পদের ক্ষেত্রে।


বয়সসীমা 

কলকাতার এই মেট্রো রেল বিভাগে Group-D পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 24 বছরের মধ্যে।



আবেদন ফি 

Metro Railway Kolkata এর এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে কোনো রকম আবেদন ফি দিতে হবে না।



আবেদন প্রক্রিয়া 

সর্বপ্রথম আবেদনকারীকে নিজের নাম apprenticeshipindia.org এই ওয়েবসাইট এ রেজিস্টার করে নিতে হবে। আবেদন জানাতে হবে অফলাইন পদ্ধতির মাধ্যমে। আবেদনকারীকে আবেদনপত্র তথা Application Form টি ভালো করে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে পূরণ করে তা নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।





নিয়োগ প্রক্রিয়া 

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা যাচাই করে সরাসরি Walk-In-Interview এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। 


আবেদন পাঠানোর ঠিকানা 

Dy.CPO, Metro Railway, Metro Rail Bhavan, 33/1, J.L. Nehru Road, Kolkata- 700071



আবেদনের সময়সীমা 

আবেদন করতে পারবেন আগামী 21/02/2022 তারিখের মধ্যে।




Official Notification: Click Here


Application Form: Click Here


Official Website: mtp.indianrailways.gov.in



Leave a comment