পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিভাগে অসংখ্য Group-C কর্মী নিয়োগ, কোনো পরীক্ষা নয়, দেখুন বিস্তারিত | WBSETCL Recruitment 2022

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অসংখ্য গ্রূপ-সি (Group-C) পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ এই WBSETCL এর চাকরিতে আবেদন করতে পারবেন। আপনি কি সরকারি চাকরির খোঁজ করছেন? কিংবা অনেক পড়াশোনা করে বেকার সমস্যায় জর্জরিত? তবে অনায়াসে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিচে বিস্তারিত দেওয়া হলো-

WBSETCL Recruitment 2022

নিয়োগকারী সংস্থা: রাজ্য বিদ্যুৎ বিভাগ তথা West Bengal State Electricity Transmission Company Ltd (WBSETCL) এর পক্ষ থেকে এই নিয়োগ করা হবে।
পদের নাম: প্রধানত দু-প্রকার গ্রূপ-সি (Group-C) পদে এই চাকরিতে নিয়োগ করা হবে। যথা- 
  1. গ্র্যাজুয়েট এপ্রেন্টিস (Graduate Apprentice)
  2. টেকনিকাল এপ্রেন্টিস (Technical Apprentice)
গ্র্যাজুয়েট এপ্রেন্টিস (Graduate Apprentice)

শূন্যপদ: 16 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাস হতে হবে।

টেকনিকাল এপ্রেন্টিস (Technical Apprentice)

শূন্যপদ: 46 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
বয়সসীমা: দু-প্রকার পদে আবেদনের ক্ষেত্রেই আবেদনকারীদের বয় হতে হবে 18-22 বছরের মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া: শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করে মেরিট লিস্ট প্রকাশ করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া: এই WBSETCL এর গ্রূপ-সি পদের চাকরির জন্য আবেদন করতে মূলত অনলাইনের মাধ্যমে। আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় নানান তথ্য দিয়ে আবেদন করে নিতে হবে।
আবেদনের সময়সীমা: অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 11/03/2022 তারিখের মধ্যে।
Official Notification: Click Here


Official Website: Click Here

Leave a comment