পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে অসংখ্য কর্মী নিয়োগ | WBPSC Recruitment 2022

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে অসংখ্য কর্মী নিয়োগ | WBPSC Recruitment 2022



পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission, West Bengal) তথা WBPSC এর পক্ষ থেকে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তবে আপনার জন্য রয়েছে এক অসাধারণ নিয়োগের খবর। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ-মহিলা নির্বিশেষে সবাই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। WBPSC এর পক্ষ থেকে বেশ কিছু শূন্যপদে নিয়োগ করা হবে কর্মী। আপনি যদি এই চাকরিতে আগ্রহ প্রকাশ করেন এবং সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন, তবে এই নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে অতি সহজেই আবেদন করে নিতে পারবেন। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো।



wbpsc recruitment 2022


নিয়োগকারী সংস্থা:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission, West Bengal) / WBPSC


পদের নাম: 

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ASSISTANT DIRECTOR) / প্রিন্সিপাল (PRINCIPAL) পদে কর্মী নিয়োগ করা হবে।


শূন্যপদের সংখ্যা:

WBPSC এর পক্ষ থেকে এই পদে সর্বমোট 12 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।



শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি ধারণ করতে হবে।


ভাষাগত যোগ্যতা:

আবেদনকারীকে বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলতে জানতে হবে।


বয়সসীমা:

WBPSC এর পক্ষ থেকে এই চাকরির নিয়োগে আবেদন করতে আবেদনকারীর বয়স 01/01/2022 এর হিসাবে 37 বছরের নিচে হতে হবে। WB Public Service Commission / WBPSC এর পক্ষ থেকে কিছু কিছু ক্ষেত্রে প্রার্থীর বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।


বেতনক্রম:

ROPA, 2019 এর Level-16 হিসাবে মাসিক বেতন দেওয়া হবে।


নিয়োগ পদ্ধতি:

আবেদনকারীদের Screening Test এবং Interview এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করে হবে।


আবেদন প্রক্রিয়া:

WBPSC এর অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদনকারীকে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে।



আবেদন ফি:

WBPSC এর এই চাকরিতে আবেদন করতে আবেদনকারীকে 210 টাকা দিতে হবে আবেদন ফি হিসাবে। পশ্চিমবঙ্গের SC/ST/PWD প্রার্থীদের কোনো রকম আবেদন ফি দিতে হবে না।


আবেদনের সময়সীমা:

WBPSC এর এই নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 21/02/2022 তারিখের মধ্যে।



Official Notification: Click Here


Official Website: wbpsc.gov.in 


For More WB Govt. News: Click Here



 

Leave a comment