রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য এক বিশেষ চাকরির খবর নিয়ে আজ খবর সম্প্রীতি এর পক্ষ থেকে আমারা উপস্থিত হলাম আপনাদের সামনে, আপনাদের কল্যাণের স্বার্থে। রাজ্যের জেলা খাদ্য দপ্তরে এক সুন্দর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি সরকারি চাকরির খোঁজ এ থাকলে নিম্নে দেওয়া বিস্তারিত খুঁটিনাটি দেখে নিতে পারেন।
নিয়োগকারী সংস্থাঃ পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে পুরুলিয়া জেলার OFFICE OF THE SUB-DIVISIONAL CONTROLLER FOOD & SUPPLIES থেকে হবে নিয়োগ।
শূন্যপদের বিবরণঃ মোট 6 টি শূন্যপদে মূলত DEO (Data Entry Operator) পদে করা হবে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে যেকোনো এক স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। সঙ্গে একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
বয়সঃ প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে।
বেতনঃ মাসিক বেতন 13000 টাকা।
আবেদন পদ্ধতিঃ মূলত অফলাইনের মাধ্যমে হবে আবেদন। আবেদ করতে প্রার্থীকে সর্বপ্রথম অ্যাপ্লিকেশন ফর্ম এ নিজের যাবতীয় তথ্যাদি দিতে হবে। আবেদন করতে যেসব লাগবে-
- RECENT PASS PORT SIZE COLOURED PHOTO
- PROOF OF AGE (MADHYAMIK ADMIT CARD OR CERTIFICATE)
- PROOF OF EDUCATIONAL QUALIFICATION (MARK SHEETS OR CERTIFICATE)
- A VALID COMPUTER CERTIFICATE
- PROOF OF IDENTITY (EPIC/AADHAR CARD/PANCARD/PASSPORT)
- PROOF OF RESIDENTIAL ADDRESS (EPIC/AADHAR CARD/PASSPORT)
আবেদন পাঠানোর ঠিকানা: APPLICATION FORM টি লিখে এই ঠিকানায় পাঠাতে হবে-
To The Sub-Divisional Controller Food & Supplies, Jhalda, Purulia-office Address- Purulia Khyadya Bhaban, 1st Floor, P.O. & Dist.- Purulia, Pin- 723101
নিয়োগ প্রক্রিয়াঃ মূলত শুধু INTERVIEW ও COMPUTER TEST এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
আবেদনের সময়সিমাঃ আবেদন জমা দিতে পারবেন আগামী 30/11/2021 এর মধ্যে।
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: VISIT HERE