পশ্চিমবঙ্গে MGNREGA প্রকল্পে 100 দিনের কাজে সরকারি Group-C কর্মী নিয়োগ | WB Govt Job 2022

রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট নিয়োগের সুখবর। রাজ্যের 100 দিনের কাজে কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করে নিতে পারেন। পুরুষ কিংবা মহিলা সবাই যোগ্য এই চাকরির জন্য আবেদন করতে। 

MGNREGA Recruitment 2022

মূলত THE MAHATMA GANDHI NATIONAL
RURAL EMPLOYMENT GUARANTEE ACT তথা MGNREGA এর পক্ষ থেকে রাজ্যের জেলায় 100 দিনের কাজের আওতায় এই নিয়োগের আয়োজন করা হয়েছে। আপনি যদি চাকরির খোঁজে থাকেন তবে অতি শীঘ্রই আবেদন করে নিন।
পদের নাম: 
আপাতত গ্রুপ সি (Group C) পদে কর্মী নিয়োগের কথা হয়েছে এই 100 দিনের কাজের প্রকল্পের আওতায়।
শিক্ষাগত যোগ্যতা:
এখানে আবেদন করতে রাজ্যের যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা: 
এই গ্রুপ সি নিয়োগ (Group C Recruitment 2022) এ আবেদন করতে প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর এবং এখানে সর্বোচ্চ 35 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কীভাবে আবেদন করবেন?
অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করে আবেদন করে নিতে হবে। অফিসিয়াল সাইট থেকে প্রথমে নিয়োগের আবেদনপত্র (Application Form) টি সংগ্রহ করুন এবং সেটিকে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করুন। তারপর কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট Self Attested করে আবেদনপত্রের সঙ্গে দিয়ে তা নির্দিষ্ট তারিখের পর নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন। আবেদনপত্র বাই পোস্ট বা কুরিয়ার কিংবা ইমেল এর মাধ্যমে পাঠাতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া:
কোনো রকম লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না 100 দিনের কাজ এর এই গ্রুপ সি (Group C) নিয়োগ এর ক্ষেত্রে। সরাসরি মেরিট এর ভিত্তিতে কর্মী নিয়োগ। অর্থাৎ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যাচাই এর পর তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে এবং দেওয়া হবে নিয়োগপত্র।
বেতনক্রম:
প্রার্থীদের গ্রুপ সি এর এই পদে নিয়োগের পর মাসে 12000 টাকা করে বেতন দেওয়া হবে।
 
আবেদনের সময়সীমা:
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তবে আপনাকে আগামী 08/04/2022 তারিখ বিকাল 5 টা এর মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
নিয়োগ সম্পর্কে আরো সবিস্তারে জেনে নিতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টি দেখে নিতে পারেন।


OFFICIAL NOTIFICATION: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE GOVT JOB: CLICK HERE


চাকরি সম্বন্ধীয় আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এর সঙ্গে যুক্ত থাকুন।

TELEGRAM CHANNEL: CLICK HERE

Leave a comment