পশ্চিমবঙ্গে Junior High School এ বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ, হাতে মাত্র কয়েকদিন | Teacher Recruitment 2022

আপনি কি সরকারি চাকরির খোঁজ করছেন? কিংবা শিক্ষকতার কাজ করতে পছন্দ করেন? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। রাজ্যে এবার বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে মূলত নিম্ন মাধ্যমিক তথা উচ্চ প্রাথমিক অর্থাৎ জুনিয়র হাই স্কুলে। আপনি যদি বিস্তারিত খুঁটিনাটি জানতে চান এই নিয়োগের সম্পর্কে, তাহলে আমাদের সঙ্গে থাকুন।

WB Junior High School Teacher Recruitment 2022

শিক্ষাগত যোগ্যতা:

আপনাকে এখানে আবেদন করতে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে। সঙ্গে 2 বছরের B.ED ডিগ্রি করা থাকতে হবে। কিংবা রাজ্যের কোনো বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে আবেদনকারীকে শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ ও সবল হতে হবে।

বয়সসীমা:

বয়সের ক্ষেত্রে কোনো ধরা বাঁধা সীমারেখা নেই এখানে আবেদনের ক্ষেত্রে। মোটামুটি 60 বছরের নিম্নে যেকোনো প্রার্থী এখানে সমানভাবে আবেদনের যোগ্য। বিশেষ করে অবসরপ্রাপ্ত শিক্ষকের ক্ষেত্রে যারা 60 বছর বয়সের মধ্যে অর্থাৎ আগে তাদের শিক্ষকতা জীবন থেকে অবসর নিয়েছেন এবং যাদের বয়স 64 বছরের নিচে।

কী কী বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ?

আপাতত যেসব বিষয়ের ওপর শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে, সেগুলি হলো –

1. বাংলা (Bengali)

2. কর্ম ও শরীর শিক্ষা (Work and Physical Education)

3. ভৌত বিজ্ঞান (Physical Science)

নিয়োগ প্রক্রিয়া:

নিয়োগের ক্ষেত্রে তেমন ভাবে কোনো লিখিত পরীক্ষার কথা বলা হয়নি অফিসিয়াল নোটিফিকেশন এ। প্রধানত শিক্ষাগত যোগ্যতা যাচাই করে এবং একটি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগপত্র প্রদান করা হতে পারে।

বেতনক্রম:

শিক্ষক ও শিক্ষিকা পদে নিয়োগ হওয়ার পর মাসে মোটা অঙ্কের টাকা বেতন দেওয়া হবে। নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের পর নিয়োগকারী সংস্থা কর্তৃক বেতন নির্ধারণ করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট:

আবেদনের সময় যেসব ডকুমেন্ট জমা করতে হবে –
1. সাদা কাগজের ওপর নিজের বানানো আবেদনপত্র
2. বাসিন্দার প্রমাণপত্র
3. বয়সের প্রমাণপত্র
4. সকল শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
5. PPO / LPC এর একটি কপিি
6. পাসপোর্ট রঙিন ফটো

আবেদন প্রক্রিয়া:

1. ভালো করে অফিসিয়াল নোটিফিকেশন পড়ে নিতে হবে।
2. তারপর নিজের হাতে একটি আবেদনপত্র (Application Form) বানিয়ে নিতে হবে।
3. সেটিকে নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে।
4. কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে আবেদনপত্রের সঙ্গে।
5. তারপর আবেদনপত্র টিকে নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনের সময়সীমা:

আপনি এই শিক্ষক পদে আবেদন করতে চাইলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী 17/03/2022 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে।
আপনি যদি এই নিয়োগের সম্পর্কে বিস্তারিত জানতে চান তবে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টি ভালো করে দেখে নিতে পারেন। প্রাথমিক ভাবে অতিথি শিক্ষক (Guest Teacher) পদে নিয়োগ করা হবে রাজ্যের জুনিয়র স্কুল গুলিতে। 
WB Junior High School Teacher Recruitment 2022 Notification

For More WB Govt Job News: Click Here

Leave a comment