পশ্চিমবঙ্গে Group-B, C ও LDC পদে কর্মী নিয়োগ, যোগ্যতা উচ্চমাধ্যমিক | Lower Division Clerk Recruitment 2022

রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ নিয়োগের বিজ্ঞতি জারি করলো NILD বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ করতে পারবেন আবেদন। বিভিন্ন প্রকার গ্রূপ-বি, সি এবং LDC পদে করা কবে প্রার্থী নিয়োগ। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বিশেষভাবে যাচাই করে তাদের বাছাই করা হবে। আপনি যদি এই নিয়োগে বিশেষ আগ্রহ প্রকাশ করেন তবে অফলাইনের মাধ্যমে শুধু আবেদন করতে পারবেন কয়েকটি বিশেষ পদ্ধতির মাধ্যমে। নিচে আবেদনের খুটিনাটি দেওয়া  হলো-


job aspirants

নিয়োগকারী সংস্থা

National Institute for Locomotor Disabilities (NILD) এর পক্ষ থেকে বিভিন্ন পদে করা হবে কর্মী নিয়োগ। 

পদের নাম ও অন্যান বিবরণ 

নিচে বিভিন্ন পদের নাম এবং সঙ্গে যাবতীয় বিবরণ যেমন শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা এবং বয়স ইত্যাদির বিবরণ দেওয়া হলো- 


1. Resident Medical Officer (RMO)

  • শূন্যপদ: 1 টি 
  • শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে MBBS ডিগ্রি ধারণ করতে হবে।
  • আবেদনকারীর বয়স: বয়স হতে হবে 35 বছরের নিচে।

2. Lecturer (Physiotherapy) 

  • শূন্যপদ: 1 টি 
  • শিক্ষাগত যোগ্যতা: Physiotherapy বিষয়ে ডিগ্রি কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন ধারণ করতে হবে।
  • আবেদনকারীর বয়স:বয়স হতে হবে 35 বছরের নিচে।

3. Lecturer (SER)

  • শূন্যপদ: 1 টি 
  • শিক্ষাগত যোগ্যতা: Social Science বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। 
  • আবেদনকারীর বয়স:বয়স হতে হবে 35 বছরের নিচে।

4. Staff Nurse

  • শূন্যপদ: 1 টি 
  • শিক্ষাগত যোগ্যতা: B.Sc. ডিগ্রি নিয়ে Nursing করতে হবে।
  • আবেদনকারীর বয়স:বয়স হতে হবে 30 বছরের নিচে।


5. Pathology Technician

  • শূন্যপদ: 1 টি
  • শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান শাখা নিয়ে পড়ে 2 বছরের DMLT ডিগ্রি থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স:বয়স হতে হবে 30 বছরের নিচে।

6. Assistant Store Keeper

  • শূন্যপদ: 1 টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ হলেই চলবে সঙ্গে Material Management এ ডিপ্লোমা।
  • আবেদনকারীর বয়স:বয়স হতে হবে 27 বছরের নিচে।

7. Lower Division Clerk (LDC)

  • শূন্যপদ: 1 টি
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীর বয়স:বয়স হতে হবে 27 বছরের নিচে।


8. Electrician-cum-Generator Operator

  • শূন্যপদ: 1 টি
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো যোগ্যতা হলেই চলবে। সঙ্গে যেকোনো ধরণের ইলেক্ট্রিকের কাজ করার লাইসেন্স থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স: 18-25 বছরের মধ্যে।


কম্পিউটার যোগ্যতা

সঙ্গে কিছু কিছু পদের ক্ষেত্রে কম্পিউটারে কাজ করার  থাকতে হবে।


বেতন

প্রতিটি পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে পে-কমিশন অনুসারে।


আবেদন প্রক্রিয়া

শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করতে আবেদনকারীকে আবেদনপত্রে ভালো করে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে সঙ্গে কিছু ডকুমেন্ট সমেত তা পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। 

আবেদন ফি

আবেদন করতে 300 টাকা দিতে হবে। এবং SC/ST/PWD দের কোনো রকম আবেদন ফি দিতে হবে না।



নিয়োগ প্রক্রিয়া

লিখিত পরীক্ষা, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।


আবেদনের সময়সীমা

আগামী 07/02/2022 এর মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে।




Official Notification: Click Here


Application Form: Click Here


Official Website: www.niohkol.nic.in


For More Govt Job: Click Here


এরকম আরো চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন: Click Here to Join Telegram Channel  



 


 

Leave a comment