পশ্চিমবঙ্গে B.ED/D.EL.ED পাশে বিষয়ভিত্তিক সহকারী শিক্ষক নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

আপনি যদি সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন এবং শিক্ষকতার পেশা কিংবা বাচ্চাদের পড়াতে ভালোবাসেন তবে আপনার জন্য একটি দুর্দান্ত নিয়োগের খবর রাজ্যে সহকারী শিক্ষক (Assistant Teacher) পদে। আপনার B.ED যোগ্যতা থাকেলই আপনি এই শিক্ষক পদে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। রাজ্যের জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা সবাই এই শিক্ষক – শিক্ষিকা নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।

Assistant teacher recruitment in west bengal

নিয়োগের বিষয়: 

বেশ কয়েকটি বিষয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হবে। আপাতত অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী প্রধান দুটি বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হচ্ছে। বিষয়গুলি হলো আরবিক এবং ভূগোল। 

শিক্ষাগত যোগ্যতা:

আপনি যদি এই শিক্ষক শিক্ষিকার পদের জন্য আবেদন করতে চান তবে আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাস করে থাকতে হবে। সঙ্গে আপনাকে যেকোনো সরকার স্বীকৃত সংস্থা থেকে দু বছরের B.ED ডিগ্রি পাস করে থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এই শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে। অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে তারপর নিয়োগপত্র প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:

আলাদা ভাবে আবেদন করার দরকার নেই। আপনি যদি এই সহকারী শিক্ষক (Assistant Teacher) পদের নিয়োগের জন্য আবেদন করতে চান তবে আপনাকে আবেদনপত্র এবং সঙ্গে যাবতীয় ডকুমেন্ট সমেত একেবারে ইন্টারভিউ এর দিন পৌঁছে যেতে হবে ইন্টারভিউ কেন্দ্রে। 

প্রয়োজনীয় ডকুমেন্ট: 

আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট দিতে হবে –
1. মাধ্যমিকের অ্যাডমিট
2. স্নাতক তথা স্নাতকোত্তর পাশের সার্টিফিকেট ও মার্কশিট 
3. D.El.Ed পাশের সার্টিফিকেট যদি থাকে
4. কিংবা B.Ed পাশের সার্টিফিকেট
5. ভোটার কিংবা আঁধার কার্ড
6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে

ইন্টারিউয়ের দিনক্ষণ:

আগামী 21/03/2022 তারিখে সকাল 11:30 থেকে ইন্টারভিউ শুরু হবে। আপনাকে তার আগেই ইন্টারভিউ কেন্দ্রে এসে হাজির হতে হবে।

Official Notification: 

নিচে অফিসিয়াল নোটিফিকেশন টি দেওয়া হলো যেখান থেকে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন – 
WB teacher recruitment Official Notification

For More WB Govt Job: Click Here


চাকরির খবরাখবর ও আরও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন: JOIN TELEGRAM CHANNEL

Leave a comment