পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (Health & Family Welfare Samiti) এর পক্ষ জারি হলো এক নিয়োগের বিজ্ঞপ্তি। WBHFWS এর পক্ষ থেকে রাজ্যে মূলত গ্রূপ-সি (Group-C) পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো প্রার্থী অর্থাৎ নারী কিংবা পুরুষ সবাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি কি বেকার সমস্যায় ভুগছেন এবং সরকারি চাকরির খোঁজ করছেন? তবে এই নিয়োগের খবরটি শুধু আপনার জন্য। কিছু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনার কম্পিউটার চালানোর মোটামোটি দক্ষতা থাকলেই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। নিচে আবেদন সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হচ্ছে, আপনি দেখে আবেদন করে নিতে পারেন।
পদের নাম: প্রধান ২ প্রকার পদে কর্মী নিয়োগ করা হবে। যথা-
1. কো-অর্ডিনেটর (Co-Ordinator)
2. ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
পদের নাম: কো-অর্ডিনেটর (Co-Ordinator)
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে আপনাকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এ ডিগ্রি বা হসপিটাল এডমিনিস্ট্রেশন করা থাকতে হবে।
বয়সসীমা: আবেদনকারীকে এই পদে আবেদন করার ক্ষেত্রে তার বয়সের নিম্নসীমা হতে হবে 21 বছর এবং বয়সের উর্দ্ধসীমা হতে হবে 40 বছর।
কম্পিউটার যোগ্যতা: কম্পিউটার চালাতে জানতে হবে। বিশেষ করে কম্পিউটারের MS Office সম্পর্কে আবেদনকারীর বিশেষ জ্ঞান থাকতে হবে।
পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করতে হবে।
বয়সসীমা: এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়সের নিম্নসীমা হলো 21 বছর এবং বয়সের উর্দ্ধসীমা হলো 40 বছর।
কম্পিউটার যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা ছাড়াও এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে কম্পিউটার চালানোর ক্ষেত্রে বিশেষ দক্ষ হতে হবে। সঙ্গে কম্পিউটারের MS Office এর কাজ সম্পর্কে বিশেষ দক্ষ হতে হবে। সঙ্গে যেকোনো সরকার স্বীকৃত সংস্থা থেকে Computer Application এর ওপর এক বছরের সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে সর্বপ্রথম নিজের মোবাইল নম্বর ও ইমেল দিয়ে রেজিস্ট্রশন করে নিতে হবে। তারপর লগ ইন করে আবেদন করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: প্রার্থীর ভেরিফিকেশন এর সময় কিছু অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে আসতে হবে। যথা-
1. ভোটার কার্ড/ আধার কার্ড/ পাসপোর্ট/ পান কার্ড / ড্রাইভিং লাইসেন্স
2. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
3. মাধ্যমিকের এডমিট কার্ড
4. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
5. কম্পিউটার সার্টিফিকেট
আবেদনের সময়সীমা: এই চাকরির জন্য আবেদন করতে পারবেন আগামী 18/02/2022 তারিখের মধ্যে।
Official Notification: Click Here
Official Website: Click Here
Apply Online: Click Here
For More West Bengal Govt Job: Click Here